অসুস্থতার ধাক্কা কাটিয়ে ফের মঞ্চে ফিরছেন বাংলা গানের জনপ্রিয় শিল্পী নচিকেতা চক্রবর্তী। ভক্তদের উদ্বেগের অবসান ঘটিয়ে শিল্পী নিজেই জানালেন, আগামী ২৩ ডিসেম্বর থেকেই তিনি নিয়মিত শো করবেন—একেবারে আগের মতোই।
সূচি অনুযায়ী, ২৩ ডিসেম্বর পানিহাটি, ২৪ ডিসেম্বর শ্রীরামপুর এবং ২৫ ডিসেম্বর জাঙ্গিপাড়ায় পরপর তিন দিন মঞ্চে গান শোনাবেন নচিকেতা। এখানেই শেষ নয়—বর্ষশেষের উৎসবেও থাকছে তাঁর কণ্ঠের ঝাঁজ। ৩০ ডিসেম্বর লেকটাউনে রয়েছে বিশেষ কনসার্ট।

অসুস্থতা, চিকিৎসা ও স্বস্তির খবর
গত ১২ ডিসেম্বর হাসপাতাল থেকে ছাড়া পান নচিকেতা। হৃদযন্ত্রে সমস্যার কারণে বুকে জোড়া স্টেন্ট বসাতে হয়েছিল। বয়স একষট্টি—এই পরিস্থিতিতে মঞ্চে ফেরা নিয়ে স্বাভাবিকভাবেই উৎকণ্ঠায় ছিলেন অনুরাগী থেকে শুরু করে শোয়ের আয়োজকেরা। শিল্পীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-ও, হাসপাতালে গিয়ে শিল্পীর সঙ্গে দেখা করে সুস্থতার খোঁজ নেন তিনি।
চিকিৎসকদের পর্যবেক্ষণে সম্প্রতি ইএম বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে নিয়মিত চেক-আপ করান নচিকেতা। সেখানেই শারীরিক অবস্থার উন্নতি নিশ্চিত হওয়ার পর মঞ্চে ফেরার সিদ্ধান্ত নেন তিনি।

চিকিৎসকদের পরামর্শ মেনেই মঞ্চে ফেরা
শিল্পীর ঘনিষ্ঠ বন্ধু অভিষেক দে জানিয়েছেন, আপাতত বড় কোনও সমস্যা নেই। তবে চিকিৎসকরা মঞ্চে অতিরিক্ত শারীরিক চাপ বা উত্তেজনা এড়িয়ে চলতে বলেছেন। সেই প্রসঙ্গে হাসতে হাসতে নচিকেতার মন্তব্য, “লাফালাফি করতে বারণ করেছেন ডাক্তারবাবুরা! দেখি, কতটা মানতে পারি।”
নিজের চিরচেনা রসবোধেই তিনি বুঝিয়ে দিয়েছেন—বয়স বা অসুস্থতা তাঁকে থামাতে পারবে না। যেমন তাঁরই গানের কথায়, “যদিও বয়স আমার হাজার বারো, মনের বয়স আমার সবে আঠারো…”—সেই মনোবল নিয়েই ফের মঞ্চে ফিরছেন ‘আগুনপাখি’।
ভক্তদের কাছে এই খবর নিঃসন্দেহে স্বস্তির। বছরের শেষ দিকে নচিকেতার কণ্ঠে আবারও প্রতিবাদ, প্রেম আর জীবনের গান—এই অপেক্ষাতেই দিন গুনছেন অনুরাগীরা।









