নজরবন্দি ব্যুরোঃ কিছুটা শুভেন্দু অধিকারীর সুরেই সুর মেলাচ্ছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুর ঢঙেই অভিষেক বিরোধিতায় নেমেছেন তিনি। বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কাউকে নেতা মানিনা। তৃণমূলের অন্দরে কল্যাণের এই বক্তব্য নিয়ে প্রভাব না পড়লেও প্রভাব পড়েছে তাঁর ডায়মন্ড হারবার মডেলের বিরোধিতায়। অবস্থা এমনই যে কল্যান কে দলত্যাগ করতে প্রস্তাব দিচ্ছেন দলের অন্য এক সাংসদ।
আরও পড়ুনঃ করোনা মোকাবিলায় বড় পদক্ষেপ রাজ্যের, থার্ড ওয়েভ রুখতে বিশেষ কমিটি গড়ল স্বাস্থ্যভবন।
কিন্তু যে ডায়মণ্ড হারবার মডেল প্রশংসা কুড়িয়েছে একের পর এক চিকিৎসকের। দলীয় নেতার। সেখানে খোদ কল্যান বন্দোপাধ্যায়ের আপত্তি কেন? কল্যাণের দাবি, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে থেকে মমতা বন্দোপাধ্যায়ের সরকারের বিরোধিতা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোভিড সম্পর্কে অভিষেকের ‘ব্যাক্তিগত মতামত’ প্রসঙ্গে কল্যাণের দাবি, তাঁরও ব্যাক্তিগত মতামত রয়েছে। কিন্তু দলের স্বার্থে তিনি তা বলেন না।
কিন্তু ঠিক কি করেছেন অভিষেক, যেকারনে কল্যাণের তোপের মুখে পড়তে হচ্ছে তাঁকে? সম্প্রতি করোনাভাইরাস পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘এই পরিস্থিতিতে মেলা, নির্বাচন বন্ধ রাখা উচিত। আগামী দু’মাস সব বন্ধ রাখা উচিত। মানুষের জীবনের মূল্য যেকোন কিছুর থেকে বেশি।’ অভিষেকের এই মন্তব্যকে সাধুবাদ জানিয়েছে চিকিৎসক মহল।
কোভিড বিধি উড়িয়ে ফুটবল, শুভেন্দুর সুরে সুর মেলাচ্ছেন, কল্যাণ কি এবার বিজেপিতে?
Crazy what a mind full of malice can do!
Stuck in a loop of blurred rationale, some ppl simply CANNOT stand the positive impact others are creating. Diamond Harbour Model is a raging success, like it or not.
'Work harder' should be the priority of elected reps, not media bytes. pic.twitter.com/EbvW65sXzl
— Aditi Gayen (@adi1191) January 14, 2022
যদিও শুধু মন্তব্য করেই থেমে থাকেননি ডায়মণ্ড হারবারের সাংসদ। এলাকার করোনা পরিস্থিতি নিয়ে সমস্ত প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করে একের পর বিরাট পদক্ষেপ নিয়ে চলেছেন তিনি। যার মধ্যে অন্যতম হল দুয়ারে ডাক্তার বা ডক্টর অন হুইলস। ডায়মণ্ড হারবার লোকসভার ব্লকে ব্লকে ঘুরছে চিকিৎসকদের টিম। চলছে স্বাস্থ্য পরীক্ষা। তারওপর স্বামীজির জন্মদিনে এলাকায় ৩০ হাজার টেস্টের লক্ষ্যে নেমে ৫৩ হাজার টেস্টের রেকর্ড তারই হাতে।

অভিষেক যা করেছেন সবই তো জনগনের হিতের উদ্দেশ্যে তাহলে চটেছেন কেন কল্যান? তিনিও সাংসদ, চাইলে শ্রীরামপুরের জন্যে এমন উদ্যোগ তিনিও নিতে পারতেন। কিন্তু নেননি। একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে কোভিডের তৃতীয় ঢেউয়ের মধ্যে রাজ্য সরকারের যাবতীয় বিধি নিষেধ উড়িয়ে ফুটবল খেলার আয়োজনে নিজেকে ভাসিয়ে দিয়েছেন স্বয়ং কল্যান বন্দ্যোপাধ্যায়। ভিডিওর তারিখ ২ জানুয়ারী ২০২২! ওয়াকি বহাল মহলের ব্যাখ্যা, অভিষেকের জনপ্রিয়তায় কিছুটা ঈর্শাম্বিত শ্রীরামপুরের সাংসদ।