নজরবন্দি ব্যুরোঃ বর্ষার মরসুমে চুল ভেজা? বর্ষায় কমবেশি সকলেরই চুল পড়ে। মরসুম বদলের সময়ে সেটা স্বাভাবিক। খুব বেশি দুশ্চিন্তা করবে না এই নিয়ে। কারণ দুশ্চিন্তা, মানসিক চাপ বা কোনও রকম উদ্বেগ থাকলে চুল প়ড়া বেড়ে যায়। গ্রীষ্মের দাবদাহ থেকে স্বস্তি দিতে হাজির হয়েছে বর্ষা। বৃষ্টি-মুখর এই ঋতু ভীষণই সুন্দর। তবে খিচুড়ি-ইলিশের এই মরসুমের সবটা অবশ্য ভালো নয়! কারণ এই সময় পেটের নানা রকম সমস্যা দেখা দেয়।
আরও পড়ুনঃ ভুল হলে সেটা অবশ্যই শুধরে নেওয়া দরকার, কিসের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
এছাড়া বর্ষায় ত্বকের সংক্রমণও খুব সাধারণ একটি সমস্যা। ফলে এই সময় নির্দিষ্ট স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত। সেই সঙ্গে খাওয়াদাওয়ার প্রতিও বিশেষ যত্ন নিতে হবে। তবে আর একটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে, যেটা অধিকাংশ মানুষই এড়িয়ে যায়। আসলে এই সময় যে চুলের প্রতিও বাড়তি যত্ন (Hair care) নিতে হয়, সেটা অনেকেই ভুলে যান।
বর্ষাকালে চুল চিটচিটে বা আঠালো এবং প্রাণহীন হয়ে পড়ে। ফলে চুলের স্বাভাবিক জৌলুসও হারিয়ে যেতে শুরু করে। এমনকী চুলের গোড়া আলগা হয়ে প্রচুর পরিমাণে চুল ঝরতে শুরু করে। কিন্তু এই পরিস্থিতিতে কী করণীয়। আসলে ব্যস্ততার কারণে রোজ তো চুল ধোওয়া সম্ভব হয় না। তাই আজ আমরা ঘরোয়া উপায়ে বর্ষায় চুলের যত্নের কিছু প্রয়োজনীয় উপায় বলব। দেখে নেওয়া যাক, সেই সব উপায়।
ডিম: চুলের যত্নে ডিমের ব্যবহার এবং উপকারিতার কথা আমরা প্রায় সকলেই জানি। তাই এই সময়ও ডিমের সাদা অংশ চুলের জন্য উপকারী। তার জন্য শ্যাম্পু করার ১ ঘণ্টা আগে ডিমের সাদা অংশ লাগাতে হবে। তবে ডিমের তীব্র আঁশটে গন্ধ দূর করার জন্য ডিমের সাদা অংশের সঙ্গে লেবুর রস এবং গোলাপ জলও মিশিয়ে নেওয়া যেতে পারে। এই মিশ্রণ বর্ষায় চুল মজবুত করার পাশাপাশি দারুণ কন্ডিশনার হিসেবেও কাজ করে।
গোলাপ জল: বর্ষায় চুলে যদি অতিরিক্ত আঠালো-ভাব দেখা যায়, তা-হলে তুলো দিয়ে চুলের গোড়ায় গোলাপ জল লাগাতে হবে। এতে দারুণ ফল মিলবে এবং চুলের গোড়া থেকে অতিরিক্ত তেল দূর হবে।
বেসন-দই: চুলের চিটচিটে ভাব দূর করতে বেসন এবং দইয়ের জুড়ি মেলা ভার। এর জন্য বেসন এবং দই দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। আর শ্যাম্পু দিয়ে স্নানের আগে ওই মিশ্রণ চুলে লাগাতে হবে। এতে চুলের অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর হয় এবং চুল পর্যাপ্ত পুষ্টি পায়।
মাইল্ড শ্যাম্পু ও লেবুর রসের ম্যাজিক: এই মরসুমে চুলের জন্য মাইল্ড শ্যাম্পুই ব্যবহার করা উচিত। আর চুলের অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর করতে শ্যাম্পুর সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণ চুলের আঠালো ভাব দূর করতে সহায়ক।
বর্ষার মরসুমে চুল ভেজা? দূর্গন্ধ করছে? এই পদ্ধতিতে চুল থাকবে Silky, জানুন কিভাবে
স্ক্যাল্প স্ক্রাব: বর্ষা কালে মাথার ত্বক এক্সফোলিয়েট করা খুবই জরুরি। আর এর জন্য একটি ভালো স্ক্যাল্প স্ক্রাব বেছে নিতে হবে। যা মাথার ত্বকে জমতে থাকা ময়লা দূর করতে সক্ষম। আর চুলের অতিরিক্ত তেলও দূর হবে।