নজরবন্দি ব্যুরো: ফের একবার বিতর্কে জড়ালেন উত্তরবঙ্গের উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। বিজেপি কর্মীদের ঘর থেকে বার করে মারধর করার মতো ‘হুমকি’ শোনা গেল তাঁর গলায়। তৃণমূলের তরফে উদয়নের এই মন্তব্যকে সমর্থন না জানানো হলেও উত্তরবঙ্গের উত্তপ্ত পরিস্থিতির যে বিজেপিই দায়ী তা স্পষ্ট করে বলা হয়েছে।
আরও পড়ুন: আদালতে জয় বামেদের, জয়নগরে ত্রাণ নিয়ে ঢুকতে পারবে CPIM
ঠিক কী বলেছেন উদয়ন? উত্তরবঙ্গের উন্নয়নমন্ত্রীর কথায়, “আমাদের (পড়ুন তৃণমূল) কোনও কর্মীর গায়ে হাত পড়লে আমরা কিন্তু চুপ করে বসে থাকব না। ঘর থেকে বার করে বিজেপি কর্মীদের মারধর করা হবে। স্পষ্টভাবে একথাটা জানিয়ে গেলাম।” একই সঙ্গে তিনিই আবার বলেছেন, “মন্ত্রী হিসেবে এই ধরনের মন্তব্য করা হয়তো আইনের খেলাপ করা, তবু আমি এটা বলতে বাধ্য হচ্ছি।”
প্রসঙ্গত, সম্প্রতি ভেটাগুড়িতে ১০০ দিনের কাজের ‘বকেয়া’র দাবিতে একটি মিছিল করে তৃণমূল। কিন্তু সেই মিছিলে যে সব তৃণমূল কর্মী ছিলেন, তাঁদের অধিকাংশের বাড়ি অন্যত্র। মিছিল শেষে উদয়ন অভিযোগ করেন, বিজেপির সন্ত্রাসের ভয়ে স্বতঃস্ফূর্ত ভাবে তৃণমূলের লোকজন মিছিলে আসছেন না। তিনি বলেছিলেন, “কেন্দ্রীয় মন্ত্রীর তত্ত্বাবধানে এলাকায় সন্ত্রাসের রাজনীতি তৈরি করা হচ্ছে। তাই কর্মীদের সুরক্ষার স্বার্থেই এই হুঁশিয়ারি।”
BJP কর্মীদের মারধরের হুঁশিয়ারি, ফের বিতর্কে জড়ালেন মন্ত্রী উদয়ন
পাল্টা কোচবিহারের বিজেপি জেলা সভাপতি সুকুমার রায় বলেছেন, “আগের কোচবিহার আর নেই। এখন এলাকায় সন্ত্রাস চালানোর মতো অবস্থায় নেই তৃণমূল। উদয়ন গুহরা বিজেপিকে ভয় পাচ্ছে, তাই এসব কথা বলে নতুন করে অশান্তি পাকাতে চাইছে। তবে বিজেপি কখনও আক্রমণ করে না, করবেও না।”
