Mimi chakraborty: অবশেষে বিয়ে সেরে ফেললেন মিমি! নববধূ বেশে কেমন লাগছে অভিনেত্রীকে?

অবশেষে বিয়ে সেরে ফেললেন মিমি! নববধূ বেশে কেমন লাগছে অভিনেত্রীকে?
Mimi finally got married! is it true?

নজরবন্দি ব্যুরোঃ অভিনেত্রী মিমি চক্রবর্তী কবে বিয়ে করবেন? কিংবা কার সাথেই বা তার প্রেমের সম্পর্ক? এই বিষয় নিয়ে দর্শক মহলে জল্পনার শেষ নেই। তার বিয়ে নিয়ে তার অনুগামিদের মধ্যে জল্পনা রয়েই গিয়েছে। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে বিয়ে টাকি গোপনে সেরেই ফেললেন মিমি?

আরও পড়ুনঃ শুরু হবে হাওড়া ব্রিজের স্বাস্থ্যপরীক্ষা, ঘোষণা করল কলকাতা বন্দর কর্তৃপক্ষ

সম্প্রতি নববধূ সাজে এক ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন মিমি। তবে অবশেষে কি মিমিও বিয়েটা সেরেই ফেললেন? কারণ তার সমসাময়িক প্রায় সমস্ত নায়িকা বিয়ে করে ইতিমধ্যে সন্তানের জন্মও দিয়ে ফেলেছেন। তার বন্ধু নুসরত জাহান এবং বিবাহিত শুভশ্রী গঙ্গোপাধ্যায় দুজনেই বিয়ে করে ফেলেছেন বেশ কয়েকবছর আগেই।

Mimi chakraborty: অবশেষে বিয়ে সেরে ফেললেন মিমি! নববধূ বেশে কেমন লাগছে অভিনেত্রীকে?

 

মিমির সেই ছবি দেখে তাই বেজায় খুশি হয়েছিলেন তার ভক্তগনেরা। ছবিটিতে দেখা যাচ্ছিল মিমি একটি টুক টুকে লাল বেনারসি পড়ে দাঁড়িয়ে রয়েছেন। মাথায় বিয়ের সুন্দর মুকুট। হাতে আলতা। এবং গায়ে রয়েছে সোনার গয়নার বেশ। মিমির পেছনে রয়েছে আলরোশনাইয়ের সাঁজ। যেমনটা ঠিক বিয়েতে হয়।

অবশেষে বিয়ে সেরে ফেললেন মিমি! ভাইরাল সেই ছবি

Mimi chakraborty: অবশেষে বিয়ে সেরে ফেললেন মিমি! নববধূ বেশে কেমন লাগছে অভিনেত্রীকে?

 

তবে ক্যাপশনে কিছুই লেখেননি মিমি। যার জেরেই সৃষ্টি হয়েছিল জল্পনা। কিন্তু ভুল ভেঙ্গে গেল নিমেষের মধ্যেই। ছবি পোস্ট করার কিছুক্ষণ পড়ে মিমির শেয়ার করা একটা ভিডিও দেখে সেই ভুল নিমেষের মধ্যে ভেঙ্গে যায়। আসলে মিমি একটি গয়নার বিজ্ঞাপনের জন্য এরম সাজে সেজেছিলেন।