ফের নেটিজেনদের তোপের মুখে মিমি, কি কাণ্ড করলেন অভিনেত্রী
mimi chakraborty is brutally trolled

নজরবন্দি ব্যুরো: একের পর এক কাণ্ড ঘটিয়ে চলেছেন টলিউড অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তী। আর এই কাণ্ডের জেরেই প্রায়শই সংবাদের শিরোনামে থাকেন অভিনেত্রী। শুধু তাই নয়, বারংবার নেটিজেনদের আক্রমণের মুখে পরতে হয় তাঁকে। ফের একবার সেই রকমই এক ঘটনা ঘটল। আর ওই ঘটনার জেরেই ফের নেটিজেনদের তোপের মুখে পড়লেন অভিনেত্রী। কি এমন ঘটেছে!

আরও পড়ুন: Weather Update: তীব্র দাবদাহে স্বস্তির খবর! ৪৮ ঘন্টায় ঝাঁপিয়ে বৃষ্টি এই জেলাগুলিতে

সম্প্রতি একটি স্পোর্টস ওয়্যারের বিজ্ঞাপন দেন মিমি। আর সেই সময় মিমি চক্রবর্তী ইনস্টাগ্রামে ছবিটি শেয়ার করেন। মুহূর্তের মধ্যে এই বিজ্জাপনের পোস্টার স্বল্প সময়ের মধ্যেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। জানা যাচ্ছে, স্পোর্টস ওয়্যারের ওই সেই কোম্পানির একটি অ্যাপও আছে। আর সেই অ্যাপ থেকে বেটিং হয় বলেই সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন অনেকেই। শুধু তাই নয়, ওই স্পোর্টস ওয়্যারের বিজ্ঞাপন দেওয়ার জন্য মিমির বিরোধীতা করেছে নেটপাড়ার একাংশ।

ফের নেটিজেনদের তোপের মুখে মিমি, কাণ্ড ঘটিয়ে চলেছেন টলিউড অভিনেত্রী
ফের নেটিজেনদের তোপের মুখে মিমি, কাণ্ড ঘটিয়ে চলেছেন টলিউড অভিনেত্রী

এখানেই শেষ নয়, কেন সাংসদ হওয়া সত্ত্বেও কেন ওই বিজ্ঞাপনটির প্রচার করছেন মিমি, এমনভাবে প্রশ্নের ঝড় উঠেছে নেটপাড়ায়। এরআগেও এর আগেও এই ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হয়ে ট্রোলের মুখে পড়তে হয়েছিল মিমিকে। কেউ কেউ সাংসদের পোস্টের নিচে গিয়ে লিখেছেন, “সাংসদ হয়ে এই প্রচারে আপনার লজ্জা হওয়া উচিত।” আবারও কেউ লিখেছেন, “কেন বেটিং ওয়েবসাইট প্রমোট করছেন!”

ফের নেটিজেনদের তোপের মুখে মিমি, কাণ্ড ঘটিয়ে চলেছেন টলিউড অভিনেত্রী

উল্লেখ্য, প্রায়শই কিছু না কিছু কাণ্ড ঘটিয়ে থাকেন অভিনেত্রী! বেশ কয়েকদিন আগেই বলিউড অভিনেতা শাহরুখ খানের কাছে মিমি আবদার করে বসেছিলেন যে, তাঁরও কাস্টমাইজড জার্সি চাই। তার জন্য সোশ্যাল মিডিয়ায় গত ১২ এপ্রিল মিমি লিখেছিলেন, ‘আমিও জার্সি চাই’। যদিও সেই আবদার নজর এড়ায়নি নাইট ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের। মিমির জন্য বিশেষ জার্সি পাঠিয়ে দেয় কেকেআর। আর ওই জার্সির পিছনে লেখা, ‘মিমি‘।

ফের নেটিজেনদের তোপের মুখে মিমি, কাণ্ড ঘটিয়ে চলেছেন টলিউড অভিনেত্রী

ফের নেটিজেনদের তোপের মুখে মিমি, কাণ্ড ঘটিয়ে চলেছেন টলিউড অভিনেত্রী