নজরবন্দি ব্যুরো: অভিনয়ের পাশাপাশি সমানতালে রাজনীতির দায়-দায়িত্ব পালন করে চলেছেন মিমি। তাই এবার দরিদ্র ৫ জন যক্ষ্মা রোগীর দত্তক নিলেন তিনি। গতকাল ভাঙড়ের নলমুড়ি ব্লক হাসপাতাল পরিদর্শনে এসেই তিনি দত্তক নেন। সম্প্রতি ভাঙড় ১ ব্লকের ‘নলমুড়ি ব্লক হাসপাতাল’ ও ভাঙড় ২ ব্লকের জিরেনগাছা ব্লক হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন অভিনেত্রী।
আরও পড়ুন: কামড় কাণ্ডে তলব অভিযুক্ত মহিলা পুলিশকে, হতে পারে মুখোমুখি জিজ্ঞাসাবাদ
তারপর শুক্রবার প্রথম হাসপাতালের রোগী কল্যাণ সমিতির বৈঠকে যোগ দেন তিনি। চেয়ারম্যান হওয়ার পর এই প্রথম রোগী কল্যাণ সমিতির বৈঠকে তাঁর অংশগ্রহণ। আর প্রথম বৈঠকেই টিবি রোগীদের দত্তক নেওয়ার এই মহতি সিদ্ধান্তের কথা জানালেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। শুধু মিমিই নন, স্থানীয় তৃণমূল নেতা কাইজার আহমেদও দুইজন টিবি রোগীকে দত্তক নেন এবং ভাঙড়-১ ব্লকের বিডিও দিপ্যমান মজুমদারও তিনজন রোগীকে দত্তক নেন।

টুইট করে মিমি লেখেন, ‘আজকে যাদবপুর লোকসভার ভাঙড় বিধানসভার ‘নলমুড়ি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র’ পরিদর্শন ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনার কিছু মুহূর্ত। সর্বোপরি যক্ষ্মা রোগীদের সুস্থতার জন্য প্রয়োজনীয় ব্যবস্থার মাধ্যমে আমার অফিসের তরফ থেকে পাঁচজন যক্ষ্মারোগীর দায়িত্বও নেওয়া হলো’।
৫ যক্ষ্মা রোগীকে দত্তক নিলেন মিমি, আনন্দিত স্থানীয়রা
অন্যদিকে তেমনি তৃণমূল নেতা কাইজার আহমেদ জানান, “স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা হয়। ভাঙড়-১ ব্লকে ৭৩ জন টিবি রোগী রয়েছেন যাঁদের আর্থিক অবস্থা খুবই খারাপ। তাঁদের মধ্যে পাঁচজনকে উনি দত্তক নিলেন। আমি, বিডিও সাহেবও দত্তক নিয়েছি। এই ধরনের স্বাস্থ্য সচেতনতা শিবির আগামী দিনে আরও হবে।”