মোহনবাগানের পর ইস্টবেঙ্গলের আবেদনেও সাড়া, ম্যাচের রাতে মেট্রোর সময় বদল
metro will be available after East Bengal match

নজরবন্দি ব্যুরো: সপ্তাহের শুরুতেই যুবভারতীতে ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গলের। আর রাতের দিকে খেলা থাকার কারণে, অনেক ক্রীড়াপ্রেমীদের বাড়ি ফিরতে নানান সমস্যার সম্মুখীন হতে হয়। তবে ইস্ট-ওয়েস্ট মেট্রো চালু হওয়ার পর থেকে কিছুটা হলেও সমস্যা কমেছে। প্রায়শই যুবভারতীতে খেলা থাকলে মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে বাড়তি মেট্রো কিংবা শেষ মেট্রোর সময় বাড়িরে দেওয়া হয়।

আরও পড়ুন: Press Card দেখিয়ে তোলাবাজির অভিযোগ, ভুয়ো সাংবাদিকের পকেট থেকে মিলল জাল টাকা

এবার ঠিক তেমনটাই হল! মোহনবাগানের পর ইস্টবেঙ্গলের আবেদনেও সাড়া দিলেন মেট্রো কর্তৃপক্ষ। অর্থাৎ সোমবার ইস্টবেঙ্গল ম্যাচের শেষেও থাকছে বাড়তি মেট্রো। জানা যাচ্ছে, সোমবার যুবভারতীতে ইস্টবেঙ্গল বনাম জামশেদপুর এফসি ম্যাচের পর শিয়ালদহের দিকে দু’টি মেট্রো থাকছে। তবে এবার শেষ মেট্রোর টাইম আরও ৩০ মিনিট পিছিয়ে দেওয়া হয়েছে বলে সূত্রে খবর। তবে শুধু মেট্রোই নয়, পাশাপাশি থাকবে বাসও।

মোহনবাগানের পর ইস্টবেঙ্গলের আবেদনেও সাড়া, ম্যাচের শেষে থাকছে বাড়তি মেট্রো

সোমবার মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে, আজ রাত ১০.৩০ এবং ১০.৪০ নাগাদ দু’টি মেট্রো থাকবে সল্টলেক স্টেডিয়াম স্টেশন থেকে। যা স্টেডিয়াম থেকে রওনা হওয়ার পর সাত মিনিটে শিয়ালদহে পৌঁছবে। তাছাড়াও বাসও মিলবে স্টেডিয়ামের সামনে থেকে। এপ্রসঙ্গে ইস্টবেঙ্গলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আজকের ম্যাচ শেষের পর বাড়তি বাসও থাকবে স্টেডিয়াম থেকে শহরের বিভিন্ন দিকে।

মোহনবাগানের পর ইস্টবেঙ্গলের আবেদনেও সাড়া, ম্যাচের শেষে থাকছে বাড়তি মেট্রো

প্রসঙ্গত, এর আগেও গত শুক্রবার মেট্রো কর্তৃপক্ষকে বাড়তি মেট্রো এবং রাজ্যের পরিবহন দফতরকে বাড়তি বাসের আবেদন জানিয়েছিল মোহনবাগান। সেই মতে শনিবারই কর্তৃপক্ষের তরফে জানানো হয় ম্যাচ শেষে দু’টি বাড়তি মেট্রোর কথা। কিন্তু ম্যাচ শেষে দর্শকদের ধরতে অসুবিধা হয়। কারণ ম্যাচ শেষ হওয়ার পর এমনিই কেউ মেট্রো ধরতে পারেননি। টাই এবার আগের ভুলের থেকে শিক্ষা নিয়ে মেট্রোর সময়ে বদলে এনেছেন কর্তৃপক্ষ।

মোহনবাগানের পর ইস্টবেঙ্গলের আবেদনেও সাড়া, ম্যাচের শেষে থাকছে বাড়তি মেট্রো

মোহনবাগানের পর ইস্টবেঙ্গলের আবেদনেও সাড়া, ম্যাচের শেষে থাকছে বাড়তি মেট্রো