ফুটবলপ্রেমীদের আবেদনে সাড়া, মোহনবাগানের ম্যাচের রাতে চলবে অতিরিক্ত মেট্রো

নজরবন্দি ব্যুরো: আইএসএল-এর ম্যাচে আজই প্রথম মাঠে নামছে মোহনবাগান। দর্শকদের মধ্যে প্রবল উত্তেজনা। কিন্তু ম্যাচ শেষ হতে হতে রাত ৯ টা বেজে যাবে। সেইসময় বাড়ি ফেরার ক্ষেত্রে সমস্যা দেখা দেবে। কারণ রাত বাড়লে যুবভারতী এলাকায় বাস পাওয়া যায় না। এই অবস্থায় ফুটবল প্রেমীদের আবেদন ছিল আজকের দিনে অতিরিক্ত মেট্রো চালু করা হোক। অবশেষে আবেদন সাড়া দিল মেট্রো কর্তৃপক্ষ। শনিবার রাতে সল্টলেক থেকে শিয়ালদহ পর্যন্ত একজোড়া অতিরিক্ত মেট্রো চলবে।

আরও পড়ুন: বারাণসীতে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, শিলান্যাস করে কী বললেন মোদী?

মেট্রো রেলের সিপিআরও কৌশিক মিত্র আইএসএল ম্যাচের জন্য শনিবার রাতে দুটি বিশেষ পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেন। জানা গিয়েছে, এদিন রাত ১০ টায় সল্টলেক স্টেডিয়াম থেকে মেট্রো ছাড়বে, যেটি ১০ টা ৭ মিনিটে শিয়ালদহ পৌঁছাবে। এরপর ১০ টা ১০ মিনিটে সল্টলেক স্টেডিয়াম থেকে আরও একটি মেট্রো ছাড়বে, এই মেট্রোটি ১০ টা ১৭ মিনিটে শিয়ালদহ স্টেশনে যাবে। ফুটবলপ্রেমীদের উদ্দেশ্যে মেট্রোরেল কর্তৃপক্ষের বার্তা, ‘আপনারা ম্যাচ উপভোগ করুন। বাড়ি ফেরার জন্য কোনও চিন্তা করবেন না। কলকাতা মেট্রোরেল আপনাদের পাশে আছে।’

ফুটবলপ্রেমীদের আবেদনে সাড়া, মোহনবাগানের ম্যাচের রাতে চলবে অতিরিক্ত মেট্রো

শনিবার, ২৩ সেপ্টেম্বর যুবভারতীতে মুখোমুখি মোহনবাগান সুপার জায়েন্টস ও পাঞ্জাব এফসি। রাত ৮ টায় ম্যাচ শুরু হবে। ৯০ মিনিট সহ অতিরিক্ত সময় নিয়ে ম্যাচ শেষ হতে ১০ টা বেজে যেতে পারে। বাড়ি ফেরার ক্ষেত্রে যাতে কোনও সমস্যা না হয় তাই আগে থেকেই মেট্রোরেল কর্তৃপক্ষকে মেট্রো পরিষেবা বাড়ানোর আবেদন জানিয়ে চিঠি দেওয়া হয়েছিল। গত বছর আইএসএল জিতে আত্মবিশ্বাস বেড়েছে মোহনবাগানের। কয়েকদিন আগেই ডুরান্ড কাপ ঝুলিতে এসেছে। আইএসএলেও প্রিয় দল যাতে ভালো খেলে সেই প্রার্থনা করেই স্টেডিয়ামে যাবে সমর্থকরা।

ফুটবলপ্রেমীদের আবেদনে সাড়া, মোহনবাগানের ম্যাচের রাতে চলবে অতিরিক্ত মেট্রো

উল্লেখ্য, এর আগেও বিশেষ কারণে ট্রেন ও মেট্রো সংখ্যা বাড়ানো হয়েছিল। গত আইপিএলের সময়ে পরিষেবা বাড়িয়েছিল কর্তৃপক্ষ। এবার মোহনবাগান সমর্থক ও ফুটবলপ্রেমীদের আবেদনে সাড়া দিল কলকাতা মেট্রো। এরফলে সমস্যার অনেকটাই সমাধান হল বলে মনে করা হচ্ছে।

ফুটবলপ্রেমীদের আবেদনে সাড়া, মোহনবাগানের ম্যাচের রাতে চলবে অতিরিক্ত মেট্রো

ফুটবলপ্রেমীদের আবেদনে সাড়া, মোহনবাগানের ম্যাচের রাতে চলবে অতিরিক্ত মেট্রো
ফুটবলপ্রেমীদের আবেদনে সাড়া, মোহনবাগানের ম্যাচের রাতে চলবে অতিরিক্ত মেট্রো