নজরবন্দি ব্যুরোঃ বিশ্বকাপে মেক্সিকোর বিরুদ্ধে মরণ বাঁচন ম্যাচে তাঁর অনন্য ফুটবল স্কিলে জিতেছে আর্জেন্টিনা। কার জ্বলে উঠেছিল তার বাঁ পা। আর্জেন্টিনা সমর্থক সহ বিশ্বের কোটি কোটি মানুষের আনন্দের কারণ হয়ে দাঁড়িয়েছিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিও মেসি। গোল করে এবং করিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন তিনি।
আরও পড়ুনঃ এবার দল বলদ করছেন মেসি! এবার কোন ক্লাবে খেলবেন আর্জেন্টিনার অধিনায়ক
আপাতত গ্রুপে বেশ শক্তিশালী জায়গায় রয়েছে আর্জেন্টিনা। কিন্তু সেই মহাতারকা এবার করে ফেললেন বিতর্কিত কাজ। মেক্সিকোর বিরুদ্ধে জয়ের পর লকার রুমে সতীর্থদের সঙ্গে ব্যাপক সেলিব্রেশনে মেতেছিলেন মেসি। সেই সময়েই নাকি মেসি সেলিব্রেশনের মুডে মেক্সিক্যান জার্সিতে লাথি দিয়েছেন।
এমন অভিযোগে উত্তাল বিশ্বকাপ। আর এই কাজের জন্য এবার সরাসরি হুমকি দিয়ে বসলেন মেক্সিকোর চ্যাম্পিয়ন বক্সার সাউলো কানালো আলভারেজ। তিনি হুমকি দিয়ে বলেছেন, ”আপনারা কি মেসিকে আমাদের জার্সি এবং পতাকা দিয়ে মেঝে পরিষ্কার করতে দেখেছেন? মেসি ভগবানকে ধন্যবাদ দিক যে ও আমার সামনে এখন অবধি আসেনি। আমি যেমন আর্জেন্টিনাকে সম্মান করি, তাকেও মেক্সিকোকে সম্মান করতে হবে! আমি সামগ্রিকভাবে আর্জেন্টিনার কথা বলছি না, শুধু মেসিদের কথা বলছি।‘’
কিন্তু ভিডিওতে ঠিক কি দেখা গিয়েছে? মেক্সিকোর কোনো পতাকা সেই ভাইরাল হওয়া ক্লিপে দেখা যায়নি। তবে মেক্সিকোর জার্সিকে লাথি মারছেন মেসি সেটা দেখা গিয়েছে। তবে সেটা ইচ্ছাকৃত না সেটা বোঝা যাচ্ছে। তবে ওই ঘটনার পরে মেসির যথেষ্ট সমালোচনা হয়েছে।
মেক্সিকোর জার্সিতে লাথি মেসির! ভয়ঙ্কর বিতর্কের সেই ভিডিও ভাইরাল
অনেকে বলেছেন এই ঘটনাটি মেসি না থেকে যদি রোনাল্ডোর সঙ্গে ঘটতো, তাহলে মিডিয়া নিজের হাতে তাকে শাস্তি দিয়ে আসতো। কিন্তু লিওনেল মেসির সঙ্গে যেহেতু এই ঘটনা ঘটেছে তাই আপাতত সকলেই নীরব। তবে এই ঘটনা নিয়ে আর্জেন্টিনা বা মেসির তরফে কোন মন্তব্য করা হয়নি।
Canelo had some strong words for Messi after seeing his locker room celebration 👀
(via @canelo, nicolasotamendi30/IG) pic.twitter.com/emRRHK1nGO
— ESPN Ringside (@ESPNRingside) November 28, 2022