নজরবন্দি ব্যুরোঃ জো রুট, বেন স্টোকসদের কোচ হতে চলা ব্রেন্ডন ম্যাকালাম তাঁর আইপিএলের দলকে জানিয়ে দিয়েছেন এই মরসুমটাই শেষ। কলকাতা নাইট রাইডার্সকে কিছু দিন আগেই এমনটা জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রাক্তন উইকেটরক্ষক।
আরও পড়ুনঃ স্বস্তি ফিরছে দেশের কোভিডগ্রাফে, বুস্টার ডোজ নেওয়ার নিয়মে বড়সড় পরিবর্তন
আইপিএল শেষ হলেই তিনি হয়ে যাবেন কলকাতার প্রাক্তন কোচ। শোনা যাচ্ছে ইংল্যান্ডের কোচ হচ্ছেন কিউয়ি তারকা। ইংল্যান্ডের দুই প্রথম সারির সংবাদমাধ্যমের দাবি, বাটলারদের কোচ হওয়ার দৌড়ে প্রবলভাবে ভাসছে নাইটদের কোচের নাম। এমনকী দৌড়ে নাকি অনেকটাই এগিয়ে গিয়েছেন তিনি।
এর আগে গ্যারি কার্স্টেনের নাম শোনা গিয়েছিল। হঠাৎই সেই দৌড়ে ঢুকে পড়েছেন ম্যাকালাম। ইংল্যান্ডের মিডিয়া অনুযায়ী, গত দু’দিনে একাধিকবার ম্যাকালামের সঙ্গে কথা বলেছেন ইসিবির ম্যানেজিং ডিরেক্টর রব কি। শোনা যাচ্ছে তাতে নাকি তিনি যথেষ্ট সন্তুষ্ট।
তবে একটা বিষয় নিয়ে একটু সমস্যা হচ্ছে, সেটা হল কেকেআরের কোচের দায়িত্ব পালন করলেও প্রথম শ্রেণীর ক্রিকেটে কোচিং করানোর অভিজ্ঞতা নেই ম্যাকালামের।
আইপিএল শেষ হলেই ম্যাকালাম হবেন নাইটদের প্রাক্তন কোচ
তাই সীমিত ওভারের ক্রিকেটের পাশাপশি শেষপর্যন্ত টেস্টেও তাঁকে দায়িত্ব দেওয়া হবে কিনা সেটা এখনও নিশ্চিত নয়। এদিকে সম্প্রতি নাইটদের জঘন্য পারফরমেন্সের পর কেকেআর নিয়ে কিছুটা মোহভঙ্গ হয়েছে কিউয়ি কোচের।