নজরবন্দি ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যের গ্রেফতারির পর থানায় আত্মসমর্পণ করেন তাঁর স্ত্রী ও পুত্র। ইতিমধ্যেই মানিকের স্ত্রী শতরূপা ভট্টাচার্য জামিন পেলেও ছেলে সৌভিকের দিন কাটছে জেলেই। জামিনের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। সোমবার সেই মামলার শুনানি ছিল শীর্ষ আদালতে। সৌভিকের জামিন নিয়ে ইডিকে নোটিস দিল সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন: কে কত চুরির আটা বিক্রি করেছে, রেশন দুর্নীতি কাণ্ডে ED-র হাতে হিসেবের খাতা

জামিনের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মানিক ভট্টাচার্যের ছেলে সৌভিক ভট্টাচার্য। বিচারপতি বেলা এম ত্রিবেদী ও বিচারপতি সতীশচন্দ্র শর্মার এজলাসে মামলার শুনানি হয়। শীর্ষ আদালতে সৌভিকের আইনজীবী মুকুল রোহতগি তাঁর গ্রেফতারির প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন। বিচারপতি বেলা এম ত্রিবেদী সৌভিকের বাবা মানিক ভট্টাচার্য ও মা শতরূপা ভট্টাচার্যের তদন্ত সম্পর্কে জানতে চান। তাঁর এই আবেদনের প্রেক্ষিতে এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডিকে নোটিস ইস্যু করল শীর্ষ আদালত।

সুপ্রিম কোর্টে জামিনের আবেদন মানিক পুত্রের, ED-কে নোটিস দিল শীর্ষ আদালত

মানিক পুত্রের জামিনের বিরোধিতা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি জানায়, আদালতের নির্দেশে সৌভিক ভট্টাচার্যকে গ্রেফতার করা হয়েছে। এদিকে সৌভিকের জামিনের আবেদনের ভিত্তিতে ইডির কাছে নোটিস জারি করে সুপ্রিম কোর্ট। আইনজীবী রোহতগি আদালতে জানান, মানিক ভট্টাচার্য জেলে আছেন। শতরূপা ভট্টাচার্য জামিন পেয়েছেন। এরপরই জামিন ইস্যুতে নোটিস জারি করা হয়।

ED probes Bengal pvt colleges getting recognition against payments

উল্লেখ্য, গত জানুয়ারি মাসে নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে গিয়ে আত্মসমর্পণ করেন প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের স্ত্রী ও পুত্র। গত আগস্ট মাসে শতরূপা ভট্টাচার্যের জামিন মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট। নিয়োগ দুর্নীতি মামলায় এটিই ছিল প্রথম জামিন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গেল বেঞ্চ জানিয়েছিল, শতরূপা ভট্টাচার্যের বিরুদ্ধে কোনও তথ্যপ্রমাণ পায়নি ইডি। এমনকি তিনি যে কারও থেকে টাকা নিয়েছেন তারও কোনও প্রমাণ পাওয়া যায়নি। পাশাপাশি মানিক পত্নী জামিন পেলে পালানোর বা তদন্তে প্রভাব ফেলার আশঙ্কাও জানায়নি তদন্তকারীরা।

সুপ্রিম কোর্টে জামিনের আবেদন মানিক পুত্রের, ED-কে নোটিস দিল শীর্ষ আদালত

সুপ্রিম কোর্টে জামিনের আবেদন মানিক পুত্রের, ED-কে নোটিস দিল শীর্ষ আদালত
সুপ্রিম কোর্টে জামিনের আবেদন মানিক পুত্রের, ED-কে নোটিস দিল শীর্ষ আদালত