নজরবন্দি ব্যুরোঃ এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল উত্তর প্রদেশের আলিগড়ের রোরাওয়া এলাকায়। স্ত্রী রাতে সব কাজ কর্ম সেরে ঘুমিয়ে পড়েছিলেন। ঘুমের মধ্যে হটাতই তিনি তার গোপনাঙ্গে প্রবল জ্বালা অনুভব করেন। ঘুম থেকে উঠে দেখে তার স্বামী এক অদ্ভুদ কাণ্ড ঘটিয়ে বসেছে। ঘটনাটি সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে যায় এলাকায়।
আরও পড়ুনঃ মেট্রোর নির্মাণস্থলের ঘেরাটোপ ভেঙে ঢুকে পড়ল সরকারি বাস, জখম বেশ কয়েকজন
বেশ কিছু মাস আগেই বিয়ে হয়েছিল ওই দম্পতির। কিন্তু তার স্ত্রীর গোপনাঙ্গ খানিকটা কালো ছিল তাই স্বামীর তা পছন্দ ছিলনা। সেই কারণে গোপনাঙ্গ ফরসা করতে ছেয়েছিলেন তিনি। সেই মত বাজার থেকে এক ধরনের গোপনাঙ্গ ফরসা করার ক্রিমও কিনে এসেছিলেন। যা লাগালেই নাকি গোপনাঙ্গ ফরসা হবে এবং চকচক করবে।
কিন্তু তেমনটা হয়নি। ওই ক্রিম লাগানোর পর তার গোপন অঙ্গে অস্বাভাবিক জ্বালা অনুভব হতে থাকে। তার পর তার গোপনাঙ্গের চামড়া পুরে যায়। এর পর অসম্ভব জ্বালায় স্ত্রীর ঘুম ভেঙ্গে গেলে উঠে দেখে তার স্বামীর হাতে একটি ক্রিম রয়েছে।
স্ত্রীর যৌনাঙ্গের রঙ উজ্জ্বল করতে গিয়ে পুড়িয়ে ফেললেন! এর পর কি ঘটাল স্ত্রী?

এরপর অনেক্ষন ধরে স্ত্রী কিছু বুজতে পারে না। তার পর অনেক জিজ্ঞাসাবাদের পর তার স্বামী সমস্ত ঘটনা খুলে বলেন। এরপর সমস্ত ঘটনা সামনে আসতেই তিনি স্বামীর ওপর বেজায় চটে যায়। এরপর তিনি তার স্বামীর নামে পুলিসি অভিযোগ দায়ের করেন। তবে এখনও পর্যন্ত সেই মামলার শুনানি হয়নি।