Bbd bagh accident: মেট্রোর নির্মাণস্থলের ঘেরাটোপ ভেঙে ঢুকে পড়ল সরকারি বাস, জখম বেশ কয়েকজন

মেট্রোর নির্মাণস্থলের ঘেরাটোপ ভেঙে ঢুকে পড়ল সরকারি বাস, জখম বেশ কয়েকজন
today's bus accident in bbd bagh area

নজরবন্দি ব্যুরোঃ আজ সকাল ছয়টা নাগাদ বিবাদী বাগের মোড়ে মেট্রোর নির্মাণস্থলের ঘেরাটোপ ভেঙে ঢুকে পড়ে সরকারি বাস। সেই সময় বাসে ছিল বেশ কয়েকজন যাত্রী। বুধবার সকালবেলা নিয়ন্ত্রন হারিয়ে ফেলে বাসটি।

আরও পড়ুনঃ ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৪ মে, জানুন আজকের দিনের নানা ঘটনাবলী

পুলিশকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে শিয়ালদহ থেকে ঠাকুরপুকুর যাওয়ার বাস ‘এস৩এ’ আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর সেটি গিয়ে ধাক্কা মারে মেট্রোর নির্মাণস্থলের ঘেরাটোপে। সেই সময় মেট্রোর কাজে নিযুক্ত কর্মীরা সেখানে কাজ করছিলেন। তাঁদের মধ্যে তিনজন গুরুতর আহত হয়।

Bbd bagh accident: মেট্রোর নির্মাণস্থলের ঘেরাটোপ ভেঙে ঢুকে পড়ল সরকারি বাস, জখম বেশ কয়েকজন

দুর্ঘটনার পর তাঁদের তৎক্ষণাৎ এসএসকেএম হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। সেই সময় বাসের মধ্যে ছিলেন বেশ কিছু যাত্রী। সেই দুর্ঘটনার সিসিটিভি ফুটেজও সামনে এসেছে সেই ফুটেজে দেখা যাচ্ছে সরকারি বাসের কাচ ফুঁড়ে ভিতরে মেট্রো প্রকল্পের কাজের জন্য মাটিতে পুঁতে রাখা লোহার রড ঢুকে এসেছে।

মেট্রোর নির্মাণস্থলের ঘেরাটোপ ভেঙে ঢুকে পড়ল সরকারি বাস, গুরুতর জখম তিনজন

Bbd bagh accident: মেট্রোর নির্মাণস্থলের ঘেরাটোপ ভেঙে ঢুকে পড়ল সরকারি বাস, জখম বেশ কয়েকজন

বাস চালক গুরুতর আহত হয়নি। তাঁকে প্রাথমিক চিকিৎসার পরেই ছেড়ে দেওয়া হয়েছে। এর পর তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর তিন মেট্রো-কর্মীকেও হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু বাসের যাত্রীদের মধ্যে কিছুজন এখনও ভর্তি রয়েছে হাসপাতালে।