নজরবন্দি ব্যুরোঃ ওয়াংখেড়েতে যুদ্ধ জিতে গতকালই আহমেদাবাদে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। মাঠে এসে নরেন্দ্র মোদি স্টেডিয়ামের বাইশ গজ খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করেন ভারত অধিনায়ক রোহিত শর্মা । কারণ গোটা দেশের নজরে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের এই ভূখণ্ড।
আরও পড়ুনঃ মুম্বইয়ের পর এবার পিচ বিতর্ক আমদাবাদে, মাইন্ড গেমে শুরু অস্ট্রেলিয়ার
এই বাইশ গজই ফাইনাল-যুদ্ধের ভাগ্য নির্ধারণ করে দেবে। পিচের চরিত্রের উপরে নির্ভর করে রয়েছে অনেককিছু। চ্যাম্পিয়ন হতে আর একটি ম্যাচ দূরে ভারতীয় ক্রিকেট দল। বিশ্বকাপের ফাইনাল ম্যাচ খেলতে রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নামবে রোহিত অন্ড কোম্পানি।
এই অবস্থায় শুক্রবার ভারতীয় দলের জার্সি নিয়ে বড় প্রশ্ন তুলে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি এক অনুষ্ঠানে গিয়ে মন্তব্য করেন, ‘আমরা আমাদের ভারতীয় ক্রিকেটারদের জন্য গর্বিত। আমি বিশ্বাস করি ভারতীয় ক্রিকেট দল চ্যাম্পিয়ন হবে। ওদেরও গেরুয়া বানিয়ে দিয়েছে। ওরা যে ড্রেস করে প্র্যাকটিস করে, সেটা গেরুয়া করে দিয়েছে। ওরা তো নীল রংয়ের জার্সি পরে ম্যাচ খেলে।’
ফাইনালের আগে মমতার মন্তব্যে তোলপাড় ভারতীয় ক্রিকেট, কী এমন বললেন মুখ্যমন্ত্রী?
মুখ্যমন্ত্রীর এই মন্তব্য নিয়ে পাল্টা দিয়েছে বিজেপি, বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, ‘উনি বাংলার মুখ্যমন্ত্রী, গেরুয়া রং নিয়ে প্রশ্ন তুলছেন। রাজ্যবাসীর মাথা হেঁট করে দিচ্ছেন। এবার তো মুখ্যমন্ত্রী জাতীয় পতাকায় কেন গেরুয়া রং ব্যবহার হয়েছে তা নিয়েও প্রশ্ন তুলবেন।’