এবারও সুরুচির জন্য গান লিখলেন মমতা, স্পেন থেকে ভেসে এল সেই সুর
Mamata wrote the theme song of Suruchi Sangha

নজরবন্দি ব্যুরোঃ প্রতি বছরই মন্ত্রী অরূপ বিশ্বাসের বিখ্যাত পুজো ‘সুরুচি সংঘ’-এর থিম সং লেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বছরও তার অন্যথা হল না। স্পেনে বসেই গানটি লিখেছেন মমতা। তাতে সুরও দিয়েছেন। প্রাথমিক রেকর্ডিংও হয়ে গিয়েছে। পুজোর দিনগুলোতে সুরুচি সংঘের মাইকে বাজবে মুখ্যমন্ত্রীর লেখা এই গান।

আরও পড়ুনঃ দেশের সেরা পর্যটন গ্রাম, মুসলিমদের উদ্যোগে সনাতন ধর্মের চর্চা, সম্প্রীতির জ্বলন্ত উদাহরণ কিরীটেশ্বরী

সুরুচি সংঘের এ বার পা দিল ৭০ বছরে। আর ২০২৩ সালে তাঁদের থিম, ‘মা তোর একই অঙ্গে এত রূপ…’। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের গানের কথা, ‘মা গো তোমার এত রূপ দেখিনি তো আগে…’। এ বছর সুরুচি সংঘ তাঁদের প্যান্ডেলে কোনও প্লাস্টিক ব্যবহার করবে না। পরিবেশ সচেতনতার বার্তা দিতেই এমন উদ্যোগ।

এবারও সুরুচির জন্য গান লিখলেন মমতা, স্পেন থেকে ভেসে এল সেই সুর

পুজোর আগে আর এক মাস সময়। শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। থিম সং তৈরি করার সময় পাছে পেরিয়ে যায় তাই বিদেশ থেকেই গান লিখে তাতে সুর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও প্রতি বছর সুরুচির জন্য কলম ধরেছেন। সেই সব গান কখনও গেয়েছেন শ্রেয়া ঘোষাল, কখনও কুমার শানু। এবার যদিও কে এই গান গাইবে তা এখনও স্থির হয়নি।

এবারও সুরুচির জন্য গান লিখলেন মমতা, স্পেন থেকে ভেসে এল সেই সুর

এবারও সুরুচির জন্য গান লিখলেন মমতা, স্পেন থেকে ভেসে এল সেই সুর

স্পেন সফর শেষ করে এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরশাহিতে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন আরও তিন দিন। লুলু শিল্পগোষ্ঠীর পাশাপাশি আরও অনেক শিল্পপতিদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। বাংলায় লগ্নি টানতেই স্পেন ও দুবাই সফরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়

এবারও সুরুচির জন্য গান লিখলেন মমতা, স্পেন থেকে ভেসে এল সেই সুর
এবারও সুরুচির জন্য গান লিখলেন মমতা, স্পেন থেকে ভেসে এল সেই সুর