দেশের সেরা পর্যটন গ্রাম, মুসলিমদের উদ্যোগে সনাতন ধর্মের চর্চা, সম্প্রীতির জ্বলন্ত উদাহরণ কিরীটেশ্বরী
Kiriteswari becaame India's Best Tourist Village

নজরবন্দি ব্যুরোঃ মুর্শিদাবাদের কিরীটেশ্বরী গ্রাম। দেশের সেরা পর্যটন গ্রাম হিসেবে বিবেচিত হয়েছে। ভাগীরথীর তীরে অবস্থিত এই গ্রাম মুসলিম অধ্যুষিত হলেও এখানে আজও চলে আসছে সনাতন ধর্মের চর্চা। এমনকি এই গ্রামের যে নাম অর্থাৎ কিরীটেশ্বরী তা হিন্দু ধর্মের এক দেবীর নামেই। কিরিটেশ্বরী মূলত একটি শক্তিপীঠ। সতীর মুকুট বা কিরীট এই স্থানে পড়েছিল বলে এখানে দেবীর নাম কিরীটেশ্বরী। অনেকে মুকুটেশ্বরীও বলে থাকেন।

আরও পড়ুনঃ হার না মানা এক মানবীর গল্পঃ অনুপ্রেরণার বিকল্প নাম সুধাচন্দ্রন

কেন্দ্রের পর্যটন মন্ত্রক জানিয়েছে ‘বেস্ট ট্যুরিজ়ম ভিলেজ অফ ইন্ডিয়া’ হল কিরীটেশ্বরী। মোট ৭৯৫ টি আবেদনের মধ্যে থেকে মুর্শিদাবাদের এই গ্রামকে বেছে নেওয়া হয়েছে। আগামী ২৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিক ভাবে স্বীকৃতি প্রদান করা হবে। আর এই বিষয়টি নিয়ে কিন্তু বিদেশ থেকেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজের এক্স (ট্যুইটারের বর্তমান নাম) হ্যাণ্ডেলে নিজের মনোভাব ব্যক্ত করেছেন।

দেশের সেরা পর্যটন গ্রাম, মুসলিমদের উদ্যোগে সনাতন ধর্মের চর্চা, সম্প্রীতির জ্বলন্ত উদাহরণ কিরীটেশ্বরী

মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘‘মুর্শিদাবাদ জেলার কিরীটেশ্বরীকে ভারত সরকারের পর্যটন মন্ত্রক ভারতের সেরা পর্যটন গ্রাম হিসেবে নির্বাচিত করেছে। দেশের ৩১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে প্রাপ্ত ৭৯৫ টি আবেদনের মধ্যে থেকে কিরীটেশ্বরীকে বেছে নেওয়া হয়েছে। আগামী ২৭ সেপ্টেম্বর নয়াদিল্লিতে পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজিত হবে। গ্রামবাসীদের অভিনন্দন। জয় বাংলা!’’

কিরীটেশ্বরীর ইতিহাসও কিন্তু বেশ অন্যরকম। এই যে কিরীটেশ্বরী মন্দির তা কিন্তু মুসলিমদের দান করা জমিতেই গড়ে উঠেছিল। এই মুহূর্তেও গ্রামে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় মুসলিমরাই। অথচ প্রতি বছর কালীপুজোর দিন হাজার হাজার ভক্তবৃন্দ এখানে আসেন পুজো দিতে। কোনও রকম অসুবিধা হয় না।

দেশের সেরা পর্যটন গ্রাম, মুসলিমদের উদ্যোগে সনাতন ধর্মের চর্চা, সম্প্রীতির জ্বলন্ত উদাহরণ কিরীটেশ্বরী

এছাড়াও পৌষ মাসের প্রতি মঙ্গলবার এখানে একটি মেলা বসে। মূলত দেবী কিরীটেশ্বরীর পুজো হয় মাঘ মাসের রটন্তী অমাবস্যায়। অন্য সময়ও পুন্যার্থীদের ভিড় থাকে। শোনা যায়, শেষ বয়সে মীরজাফর যখন কুষ্ঠ আক্রান্ত হন তখন তিনিও বিশ্বাস করেছিলেন যে কিরীটেশ্বরী দেবীর চরণামৃত খেলে তিনি ভালো হয়ে যাবেন।

দেশের সেরা পর্যটন গ্রাম, মুসলিমদের উদ্যোগে সনাতন ধর্মের চর্চা, সম্প্রীতির জ্বলন্ত উদাহরণ কিরীটেশ্বরী

বর্তমানে কিরীটেশ্বরী যেতে গেলে প্রথমে মুর্শিদাবাদের বহরমপুর বা হাজারদুয়ারি আসতে হবে। তারপর যেতে হবে ভাগীরথীর কাছে। নৌকা করে নদী পার হয়ে ওপার থেকে টোটো ধরে যেতে হবে কিরীটেশ্বরী মন্দির। গ্রামটি মুর্শিদাবাদের একাবারে প্রান্তিক এলাকায়। তবে, ভারতসেরা পর্যটন গ্রামের স্বীকৃতি পাওয়ায় আগামীদিনে যে এখানে ভক্ত সমাগম বাড়বে তা বলাই বাহুল্য!

দেশের সেরা পর্যটন গ্রাম, মুসলিমদের উদ্যোগে সনাতন ধর্মের চর্চা, সম্প্রীতির জ্বলন্ত উদাহরণ কিরীটেশ্বরী