নজরবন্দি ব্যুরো: অবশেষে ১৩ বছর পর টাইগার ইন টাউন! মুম্বই থেকে উড়ান সফরে তিলোত্তমায় এসে পৌঁছান সলমন খান! শুক্রবার মধ্যরাতেই কলকাতায় পা রাখেন সলমন খান। সেই সময়ও ভাইজানকে ঘিরে উন্মাদনা ছিল তুঙ্গে! তাঁর গাড়ির সামনে বিপুল জনতার ভিড়!
আরও পড়ুন: বিজেপিকে হারানই কর্নাটকবাসীকে অভিনন্দন মমতার, নিলেন না কংগ্রেসের নাম
বহুদিন ধরে কলকাতায় ভাইজানকে এক ঝলক দেখতে, একবার ছোঁয়ার আকাঙ্ক্ষায়, ছবি তোলার বাসনায় অপেক্ষায় ছিলেন ভক্তরা। অবশেষে সকলের অপেক্ষার অবসান ঘটল। ইস্টবেঙ্গলের শতবর্ষের অনুষ্ঠান উপলক্ষ্যেই শহরে এসেছে ভাইজান।
তবে এদিন সন্ধ্যাবেলার ধামাকার আগে কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন বলিউডের স্টার সলমন খান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেই সৌজন্য সাক্ষাৎ করেনতিনি। প্রায় আধঘণ্টা চলে আলাপচারিতা পর্ব। ‘ভাইজান’কে মিষ্টি-সহ একাধিক উপহার তুলে দেন ‘দিদি’।
শোনা গিয়েছে, সলমনকে আনতে পাঁচতারা হোটেলে গাড়ি পাঠানোর ব্যবস্থা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই গাড়িতে যাতায়াত করেছেন ভাইজান। সাক্ষাতের পর সলমন চলে যাবার পর সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী।
সলমনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন মমতা, কী কথা হল তাঁদের? জানালেন খোদ মুখ্যমন্ত্রী
জানান, ”আজ সলমন এল। ওকে কাছে পেয়ে ভাল লেগেছে আমাদের সকলের। তবে ওঁর নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। শুনেছি নানারকম থ্রেট আছে। ওঁকে বলেছি, সাবধানে থাকতে।”