বিধি ভেঙেই ভোট দখল করতে চান মোদী, দিল্লি যাত্রার আগে ফুঁসে উঠলেন মমতা
mamata get angry on gujrat election comments on modi

নজরবন্দি ব্যুরোঃ আজ দ্বিতীয় দফার নির্বাচন মোদী-শাহের রাজ্য। আর সেখানেই একেবারে ব্যতিক্রমী ছবি দেখা গেল। একেবারে হেঁটে জনসংযোগ সেরেই ভোটকেন্দ্রে ঢুকলেন দেশের প্রধানমন্ত্রী।জনতার উদ্দেশে হাতও নাড়েন তিনি। আর এই দৃশ্য দেখে বাংলা থকেই উঠল আওয়াজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে পাওয়া গেল ক্ষুব্ধ হওয়ার বার্তা। সরাসরি ক্ষোভ উগড়ে দিলেন দেশের প্রধানমন্ত্রীর প্রতি।    এরপর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই ভোট কেন্দ্রে যান। প্রতিরক্ষা বাহিনী থাকলেও এদিন ভোট কেন্দ্রে হেঁটে ঢোকেন নরেন্দ্র মোদী।

আরও পড়ুনঃ দিল্লি সফরে মমতা, প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক নিয়ে জল্পনা

মুখ্যমন্ত্রী জানান’ ভোটকেন্দ্রে ঢোকার আগে যেভাবে মোদী জনসংযোগ করেছেন তাতে নির্বাচনী বিধি লঙ্ঘন করেছেন। এভাবে মানুষের মধ্যে কৌতূহল তৈরি করলে তো ভোট অনায়াসে বিজেপি জিতবে এটা বলাই যায়। ইলেকশন কমিশনের কথা এভাবে অমান্য করা যায় না বলে জানান মুখ্যমন্ত্রী মমতা। প্রসঙ্গত, সোমবার সকালে আহমেদাবাদে ভোট দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আহমেদাবাদের রনিপের নিরপান পাবলিক স্কুলে ভোট দিতে যান দেশের প্রধানমন্ত্রী৷ একেবারে হেঁটেই এ দিন ভোটকেন্দ্রে ঢোকেন মোদি৷ তাঁকে দেখতে রাস্তার দু’ পাশে ভীড় উপচে পড়ে ৷ জনতার উদ্দেশে হাতও নাড়েন প্রধানমন্ত্রী৷ ভোট কেন্দ্রে ঢুকে আর পাঁচজন ভোটারের মতোই লাইনে দাঁড়িয়ে ভোট দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

 বিধি ভেঙেই ভোট দখল করতে চান মোদী, দিল্লি যাত্রার আগে ফুঁসে উঠলেন মমতা
বিধি ভেঙেই ভোট দখল করতে চান মোদী, দিল্লি যাত্রার আগে ফুঁসে উঠলেন মমতা

“If #PMModi holds road show on Election Day,#BJP can get 100/100. Election Day road show is banned but they are special & thus excused.I support SC,there should be a process to select the CEC” CM #MamataBanerjee on PM’s road show in #Gujarat during 2nd phase #GujaratElections2022 pic.twitter.com/h7EwmsKX70

— Tamal Saha (@Tamal0401) December 5, 2022

আজ গুজরাতের দ্বিতীয় দফার ভোটগ্রহণ৷ ৯৩টি আসনে ৮৩৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আজ৷ গুজরাতে প্রথম দফার ভোটে ভোট দানের হার ছিল যথেষ্ট কম৷ ভোটারদের বুথমুখী হওয়ার জন্য আবেদনও জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। ভোট দেওয়ার আগে গুজরাতে একটানা প্রচার করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ দেখা করেন নিজের মায়ের সঙ্গেও। ভোট দিয়ে নরেন্দ্র মোদী বলেছেন, ‘গুজরাট, হিমাচল প্রদেশ ও দিল্লির বাসিন্দারা গণতন্ত্রের উৎসব উদযাপন করছেন। আমি দেশের জনগণকে ধন্যবাদ জানাতে চাই। আর শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত করার জন্য আমি নির্বাচন কমিশনকেও অভিনন্দন জানাতে চাই।’ গুজরাটে সাজো সাজো রব। ইতিমধ্যেই ভোটদান করেছেন নরেন্দ্র মোদির মা ও ভাই সোমাভাই মোদী। এদিন পূজো দিয়ে সপরিবারে ভোট দেন বিজেপির চাণক্য অমিত শাহ।

বিধি ভেঙেই ভোট দখল করতে চান মোদী, দিল্লি যাত্রার আগে বিস্ফোরক মমতা

Mamata on Modi: বিধি ভেঙেই ভোট দখল করতে চান মোদী, দিল্লি যাত্রার আগে ফুঁসে উঠলেন মমতা

উল্লেখিত, গুজরাটে মুখোমুখি সমরে রয়েছে বিজেপি ও আপ। কংগ্রেসের ধারা থাকলেও তা কিছুটা ক্ষীণ। মুলত গুজরাট নর্বাচনে মোদী মুখের পর ভরসা করছে বিজেপি। এদিকে আপ পাঞ্জাবের মতো খেল দেখাবে কিনা তা নিয়ে ধোঁয়াশা বাড়ছে। কংগ্রেস ভারত জোড়ো যাত্রায় ব্যস্ত থাকায় রাহুল গান্ধী ছাড়া সেভাবে কোন প্রধান মুখ দেখা যায়নি।