Mamata-Modi: দিল্লি সফরে মমতা, প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক নিয়ে জল্পনা
Mamata Banerjee on Delhi tour

নজরবন্দি ব্যুরোঃ লাগাতার দুর্নীতি ইস্যুতে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ তুলে চলেছে বিরোধী পক্ষ বাম ও কংগ্রেস। এরই মধ্যে চলতি বছরের অগাস্ট মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ সেরেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর সোমবার আরও একবার জি ২০ সম্মেলন নিয়ে বৈঠকের উদ্দেশ্যে দিল্লি সফরে মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ শীত দুয়ারে কড়া নাড়তেই ব্যাপক দাম বাড়ল ডিমের, মাথায় হাত মধ্যবিত্তের

তবে কি ফের প্রধানমন্ত্রীর সঙ্গে একান্তে বৈঠক সারবেন মমতা? ইতিমধ্যেই এই প্রশ্ন মাথাচাড়া দিতে শুরু করেছে। যদিও এখনও অবধি এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। সোমবার বিকেল ৫ টায় রাষ্ট্রপতি ভবনে জি ২০ বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন মুখ্যমন্ত্রী। তার আগে দুপুরেই পোঁছে যাবেন তিনি। এরপর মঙ্গলবার আজমেঢ়-পুষ্কর হয়ে ফের দিল্লি ফিরবেন।

দিল্লি সফরে মমতা, সাংসদদের সঙ্গে করবেন বৈঠক 
দিল্লি সফরে মমতা, সাংসদদের সঙ্গে করবেন বৈঠক

এরপর দিল্লিতে সৌগত রায়ের বাড়িতে বৈঠক সারবেন তিনি। তৃণমূল সূত্রে খবর, চলতি মাসে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। তার আগে দলের সাংসদদের সঙ্গে বৈঠক সারবেন মুখ্যমন্ত্রী। শীতকালীন অধিবেশনে তৃণমূলের অবস্থান কী হবে? মূলত কোন ইস্যুগুলিকে সামনে রেখে লড়াই করবে তৃণমূল? সেবিষয়েও আলোচনা হবে এদিন।

দিল্লি সফরে মমতা, সাংসদদের সঙ্গে করবেন বৈঠক 
দিল্লি সফরে মমতা, সাংসদদের সঙ্গে করবেন বৈঠক

উল্লেখ্য, এবারেও জি ২০ সম্মেলনে সমস্ত রাজনৈতিক দলগুলির চেয়ারপার্সনদের আমন্ত্রণ জানানো হয়েছে। সেখানে হবে বৈঠক। সেই বৈঠকে মোদি মমতার একান্ত বৈঠক হলে ফের সেটিং তত্ত্ব নিয়ে সরব হতে পারে বিরোধী বাম ও কংগ্রেস। সেকথা মাথায় রেখেই পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন বঙ্গ বিজেপি নেতৃত্ব।

     দিল্লি সফরে মমতা, সাংসদদের সঙ্গে করবেন বৈঠক 

দিল্লি সফরে মমতা, সাংসদদের সঙ্গে করবেন বৈঠক 
দিল্লি সফরে মমতা, সাংসদদের সঙ্গে করবেন বৈঠক

সূত্রের খবর, ১২ ডিসেম্বর মেঘালয়ে উপস্থিত হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন ১৪ তারিখ অবধি। সেখানে তাঁর সফরসঙ্গী হবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।  আগামী বছরের মার্চ মাসে মেঘালয়ের নির্বাচন। সেইমতো এখনই প্রস্তুতি শুরু করেছেন বিরোধী দল তৃণমূল। এব্রা ক্ষমতাসীন বিজেপি সমর্থিত দলকে ক্ষমতা থেকে সরিয়ে ক্ষমতায় আসার পরিকল্পনা রয়েছে মুকুল সাংমাদের। সেইমতো পরিকল্পনা শুরু করেছে ঘাসফুল শিবির। কিছুদিন আগেই সেখানে উপস্থিত হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার উত্তর-পূর্বের রাজ্যে উপস্থিত হচ্ছেন তৃণমূল সুপ্রিমো।