নজরবন্দি ব্যুরো: আজ হাইভোল্টেজ বিশ্বকাপ ফাইনাল। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। ২০০৩ সালের পর ফের বিশ্বকাপ ফাইনালে প্রতিদ্বন্দ্বী এই দুই দল। সমগ্র দেশবাসী উচ্ছ্বসিত। ভারতীয় দলকে বিশ্বকাপ ফাইনালের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: বিশ্বকাপের হাওয়া জেলের অন্দরেও! এক সেলেই খেলা দেখবেন পার্থ-মানিক-জ্যোতিপ্রিয়?
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘আজ একটা মহান ঐতিহাসিক উপলক্ষ। বিশ্ব আঙিনায় ক্রিকেটের সবচেয়ে নাটকীয় যুদ্ধের প্রাক্কালে টিম ইন্ডিয়ার জন্য শুভেচ্ছা ও শুভকামনা জানাই। সমগ্র জাতি আপনাদের জয়ের জন্য অপেক্ষা করছে। আমাদের গর্বিত করুন, আজ আমাদের গৌরবময় করুন।’ গত ৫ নভেম্বর ক্রিকেটের নন্দনকানন কলকাতার ইডেন গার্ডেনসে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে আসে ভারত। ওইদিন ছিল বিরাট কোহলির জন্মদিন। সেদিনও তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
গত ৫ নভেম্বর বিরাটকে শুভেচ্ছা জানিয়ে নিজের এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন, ভারতের লেজেন্ডারি ব্যাটসম্যান বিরাট তাঁর জন্মদিনে এক ঐতিহাসিক ম্যাচ খেলতে কলকাতায় রয়েছেন তা জেনে আনন্দিত। শুভ জন্মদিন বিরাট। তাঁর এবং তাঁর পরিবারের খুশি ও সাফল্য কামনা করছি।’ বিরাটের জন্মদিন উপলক্ষে বিশেষ উদ্যোগ নেওয়া হয়। গোটা শহরে বড় বড় হোর্ডিং লাগানো হয়েছে। বিরাটের ছবির পাশে লেখা ছিল, জন্মদিনে হৃদয় থেকে শুভেচ্ছা।
উল্লেখ্য, রবিবার দুপুর ২ টো থেকে শুরু ফাইনাল ম্যাচ। রোহিত শর্মার অধিনায়কত্বে চলতি বিশ্বকাপে একটি ম্যাচ না হেরে চূড়ান্ত পর্বে নামছে ভারত। ইতিমধ্যেই টস শেষ। টসে জিতে ফিল্ডিং নিয়েছেন অজি অধিনায়ক প্যাট কামিংস।
Best wishes and good luck prayers for Team India on a great historic occasion and on the eve of a most dramatic battle of cricket in the world arena!! The entire nation awaits your march and triumph, your command and ascent to pinnacle!!
Make us proud, players, make us glorious…
— Mamata Banerjee (@MamataOfficial) November 19, 2023
‘আমাদের গর্বিত করুন’, বিশ্বকাপ ফাইনালে ভারতীয় দলকে শুভেচ্ছা মমতার
