পশ্চিমবঙ্গে বিনিয়োগ টানতে শিল্পপতিদের সঙ্গে বৈঠক মমতার, মাদ্রিদের বইমেলায় থাকবে বাংলার বই

নজরবন্দি ব্যুরো: বাংলায় বিনিয়োগ টানার লক্ষ্যে স্পেন সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্ধারিত কর্মসূচি মেনেই বৃহস্পতিবার শিল্পবৈঠকে যোগ দেন তিনি। বৈঠকের শুরুতেই মুখ্যমন্ত্রী প্রথমে তাঁদের কাছে বাংলার শিল্প পরিবেশ সম্পর্কে নানা তথ্য দেন। অন্যদিকে মুখ্যমন্ত্রীর স্পেন সফরে বাংলা-স্পেনের সাংস্কৃতিক আদানপ্রদানের রাস্তা আরও প্রশস্ত হয়।

আরও পড়ুন: খাস কলকাতায় টাকার পাহাড়! তল্লাশি চালিয়ে উদ্ধার প্রায় সাড়ে ৪০০ কোটি

শিল্পপতিদের সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রীর বৈঠকে উপস্থিত ছিলেন ইনডিটেক্স গ্রুপ, জারা-সহ নানা বিদেশি ব্র্যান্ডের প্রতিনিধিরা। এছাড়া রাজ্য সরকারের তরফে মমতা ছাড়াও ছিলেন মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী, শিল্পসচিব বন্দনা যাদব, প্রধান সচিব গৌতম স্যান্যাল। মুখ্যমন্ত্রী বলেন, “বাংলায় দক্ষ শ্রমিক আছে, পরিকাঠামোর অভাব নেই। আপনারা প্লিজ বাংলায় কিছু করুন, আমরা খুব খুশি হব। আপনাদের কাজ করতে যা যা প্রয়োজন, আমাদের জানালে আমরা তা তৈরি করে দেব। কোনও অসুবিধা হবে না।”

পশ্চিমবঙ্গে বিনিয়োগ টানতে শিল্পপতিদের সঙ্গে বৈঠক মমতার, মাদ্রিদের বইমেলায় থাকবে বাংলার বই

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “আমি ৭ বারের সাংসদ ছিলাম। কেন্দ্রীয় মন্ত্রীও ছিলাম। সমস্ত কারখানায় লকআউট, ধর্মঘট– এসব তুলে দিয়েছি। এখন কোথাও কোনও ধর্মঘট, বনধ হয় না। এখানে শ্রমিকদের দক্ষতা বাড়াতে আমাদের কর্মসূচি রয়েছে। এখানে প্রচুর দক্ষ শ্রমিক রয়েছেন।” যোগ করেন, “অস্ট্রেলিয়া, কানাডা থেকেও আমাদের শ্রমিকদের নিয়ে যায় জন্য কাজের জন্য। তাঁরা এতটাই দক্ষ। তাছাড়া এখানে বিদ্যুতের কোনও সমস্যা নেই। ২৪ ঘণ্টাই বিদ্যুৎ পাবেন। আমাদের ইন্ডাস্ট্রিয়াল হাব হয়েছে। আমরা চাই, বাংলায় আরও বেশি শিল্প হোক। আপনারা যদিও এখানে শিল্প গড়়তে চান, আদর্শ পরিবেশ পাবেন। আসুন, আমরা খুব খুশি হব।”

পশ্চিমবঙ্গে বিনিয়োগ টানতে শিল্পপতিদের সঙ্গে বৈঠক মমতার, মাদ্রিদের বইমেলায় থাকবে বাংলার বই

এদিকে রাজ্যের প্রতিনিধিদের প্রস্তাব মেনে মাদ্রিদ বইমেলায় বাংলার লেখক প্রকাশকদের জন্য আলাদা স্টল দিতে রাজি স্পেনের বইমেলা কমিটি। গতকাল মাদ্রিদের বইমেলা কমিটির সঙ্গে রাজ্যের প্রতিনিধিদের বৈঠকে এই মর্মে স্বাক্ষরিত হল চুক্তি (MoU)। সূত্রে খবর, রাজ্যের তরফে উপস্থিত ছিলেন পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায়, সাধারণ সম্পাদক সুধাংশুশেখর দে।

পশ্চিমবঙ্গে বিনিয়োগ টানতে শিল্পপতিদের সঙ্গে বৈঠক মমতার, মাদ্রিদের বইমেলায় থাকবে বাংলার বই

পশ্চিমবঙ্গে বিনিয়োগ টানতে শিল্পপতিদের সঙ্গে বৈঠক মমতার, মাদ্রিদের বইমেলায় থাকবে বাংলার বই
পশ্চিমবঙ্গে বিনিয়োগ টানতে শিল্পপতিদের সঙ্গে বৈঠক মমতার, মাদ্রিদের বইমেলায় থাকবে বাংলার বই