Mahua Moitra: কীভাবে সংবাদমাধ্যমে ফাঁস হল এথিক্স কমিটির রিপোর্ট? স্পিকারকে চিঠি মহুয়ার
Mahua Moitra sent a letter to loksabha speaker

নজরবন্দি ব্যুরো: কীভাবে এথিক্স কমিটির রিপোর্টের খসড়া ফাঁস হল? তাও আবার কীভাবে সংবাদমাধ্যমের হাতে গেল? এমনই প্রশ্ন তুলে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। পাশাপাশি বৃহস্পতিবার এই ঘটনার অধিকার লঙ্ঘনের সামিল বলে দাবি করেছেন মহুয়া। যদিওবা আজ, বৃহস্পতিবার বিকেলে কমিটিতে হাজিরা দেওয়ার কথা মহুয়ার।

আরও পড়ুন: রেশন ডিলারের বাড়ির সামনে পোড়া রেশন কার্ডের ‘ঢিবি’, দুর্নীতির আবহে তদন্তে নয়া মোড়?

বুধবার একটি সংবাদমাধ্যমের পক্ষ থেকে দাবি করা হয় যে, লোকসভার এথিক্স কমিটি তৃণমূল সাংসদ মহুয়ার সাংসদ পদ খারিজ করার আর্জি জানাবে। শুধু তাই নয়, ওই সংবাদমাধ্যম আরও দাবি করে যে, ৫০০ পাতার ওই রিপোর্টে মহুয়ার বিরুদ্ধে আইনি তদন্তের পরামর্শও দেওয়া হয়েছে। পাশাপাশি ওই রিপোর্টে মহুয়া মৈত্রের কাজকে ‘অনৈতিক, খারাপ এবং অপরাধমূলক’ বলে আখ্যা দেওয়া হয়েছে৷ এছাড়াও সাংসদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত বলেই রিপোর্টে উল্লেখ করেছে কমিটি, এমনটাই জানা গিয়েছিল।

কীভাবে সংবাদমাধ্যমে ফাঁস হল এথিক্স কমিটির রিপোর্ট? স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখলেন সাংসদ মহুয়া মৈত্র
কীভাবে সংবাদমাধ্যমে ফাঁস হল এথিক্স কমিটির রিপোর্ট? স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখলেন সাংসদ মহুয়া মৈত্র

এরপরেই ওয়াকিবহল মহলে প্রশ্ন উঠতে থাকে যে, তাহলে কি সত্যি লোকসভা থেকে বহিষ্কার হতে পারেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র? রাজনৈতিক মহলে শোরগোল! জানা গিয়েছিল, সংসদের অধিবেশন চলাকালীন লোকসভার স্পিকারের কাছে রিপোর্টটি জমা দেবে কমিটি। তারপরেই এই মামলায় আলোচনার করে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু স্পিকারের কাছে ওই রিপোর্ট জমার আগেই তৃণমূল সাংসদ মহুয়া চিঠি দিয়ে স্পিকারের কাছেই অভিযোগ জানালেন। কিন্তু তার আগেই স্পিকারের কাছে চিঠি লিখে এথিক্স কমিটির ওপরই চাপ তৈরির চেষ্টা করলেন তৃণমূল সাংসদ, এমনটাই মনে করছেন রাজনৈতিকবিদরা।

কীভাবে সংবাদমাধ্যমে ফাঁস হল এথিক্স কমিটির রিপোর্ট? স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখলেন সাংসদ মহুয়া মৈত্র

কীভাবে সংবাদমাধ্যমে ফাঁস হল এথিক্স কমিটির রিপোর্ট? স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখলেন সাংসদ মহুয়া মৈত্র

অন্যদিকে, এদিন সিজিও থেকে বেরিয়ে মহুয়া মামলায় তীব্র সমালোচনা করে অভিষেক বলেন, “নীতি কমিটির সুপারিশের যে খসড়া আমার হাতেও এসেছে। তাতে যা দেখলাম, মহুয়ার বিরুদ্ধে কিছু রয়েছে কিনা খতিয়ে দেখতে বলা হয়েছে। বলা হয়েছে, তদন্ত করে দেখতে হবে। যদি কিছু নাই থাকে, তাহলে বহিষ্কারের সুপারিশ করলেন কী করে? মহুয়া নিজের লড়াই, নিজে লড়ার যোগ্য। ওরা আমাকেও চার বছর ধরে ডাকছে। বার বার জিজ্ঞাসাবাদ করছে। একটা মামলায় কিছু না পেলে, তারপরেই অন্য মামলায় নাম জড়াচ্ছে। এরা এই রকমই, এটাই করতে পারে। এটা রাজনীতির প্রতিহিংসা ছাড়া কিছু নয়। সাধারণ মানুষ সব বুঝতে পারছেন।”

কীভাবে সংবাদমাধ্যমে ফাঁস হল এথিক্স কমিটির রিপোর্ট? স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখলেন সাংসদ মহুয়া মৈত্র