জুলাইয়ের শুরুতেই ধাক্কা, বৃদ্ধি পেল এলপিজি সিলিন্ডারের দাম
LPG cylinder price has increased

নজরবন্দি ব্যুরোঃ নতুন মাসের শুরুতেই খারাপ খবর মধ্যবিত্তদের জন্য। রান্নার গ্যাসের দাম বাড়ল একধাক্কায় অনেকটা। তথ্য অনুযায়ী ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে তা প্রায় প্রতিটি সিলিন্ডার পিছু সাত টাকা। আগে ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১৭৭৩ টাকা। তা বেরে বর্তমান মুল্য ১৭৮০ টাকা।

আরও পড়ুনঃ ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৪ জুলাই, কী কী ঘটেছিল আজকের দিনে?

তবে জানা যাচ্ছে যে ১৪ কেজির এলপিজি সিলিন্ডারের দামের কোন হেরফের হয়নি। তবে ১৯ কেজি সিলিন্ডারের ক্ষেত্রে এখন করে অতিরিক্ত টাকা গুনতে হবে। আজ থেকেই নতুন দাম কার্যকর হবে। শুধুটাই নয় কলকাতায় ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের মুল্য ১৮৮২.৫০ টাকা। যার ফলে মাথায় হাত সাধারন মানুষদের।

জুলাইয়ের শুরুতেই ধাক্কা, আজ থেকে এলপিজি সিলিন্ডারের নতুন দাম কার্যকর 
জুলাইয়ের শুরুতেই ধাক্কা, আজ থেকে এলপিজি সিলিন্ডারের নতুন দাম কার্যকর 

তবে বেশীরভাগ বাড়িতে ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হয়। খুব কম সংখ্যক বাড়িতেই ১৯ কেজির বানিজ্যিক সিলিন্ডার ব্যবহার করা হয়। ১৯ কেজির বড় সিলিন্ডার গুলি সাধারণত রেস্তরাতে ব্যবহার করা হয়। ফলে রেস্তরা বা হোটেলের খাবারের মুল্য বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে।

জুলাইয়ের শুরুতেই ধাক্কা, আজ থেকে এলপিজি সিলিন্ডারের নতুন দাম কার্যকর 

জুলাইয়ের শুরুতেই ধাক্কা, আজ থেকে এলপিজি সিলিন্ডারের নতুন দাম কার্যকর 

তবে কিছু সময় ধরে এলপিজি সিলিন্ডারের দাম দফায় দফায় কিছুটা কমেছিল। তিন দফায় এই দামটা কিছুটা কমেছিল। এপ্রিল, মে ও জুন মাসে এপিজির দাম কিছুটা নাগালের মধ্যে ছিল। তবে মার্চ মাসে দাম কিছুটা বেড়েছিল। ১লা জুন রান্নার গ্যাসের দাম কমেছিল প্রায় ৮৩ টাকা। এবং মে মাসে দাম কমেছিল প্রায় ১৭১.৫০ টাকা। এবং এপ্রিলেও এলপিজির দাম কমেছিল ৯২ টাকা।