নজরবন্দি ব্যুরোঃ প্রতিদিন TRP-এর লড়াইয়ে রয়েছে একাধিক ধারাবাহিক, তাঁর মধ্যে অন্যতম ছিল ‘লক্ষী কাকিমা’। কিন্তু হঠাৎ কি এমন হল? কেনই বা এমন অবস্থা এই ধারাবাহিকের? সপ্তাহে TRP এর খেলায় এদিক ওদিক পিছিয়ে পড়ছে অনেক ধারাবাহিক। একসময়ের প্রথম স্থানে থাকা লক্ষী কাকিমা এই সপ্তাহে প্রথম দশে স্থান পেলনা কেন? সেই কারণেই কি এইধরনের প্লট টুইস্ট! কি ভাবছেন এই ধারাবাহিকের কর্মকর্তারা?
আরও পড়ুনঃ প্রকাশিত হল ফেলুদার নতুন ছবির পোস্টার, ঘোষিত হল হত্যাপুরী মুক্তির তারিখ
প্রোমো সামনে আসতেই হতবাক টেলি দর্শকরা। এই বয়সে লক্ষ্মী কাকিমা মা হতে চলেছেন? শুনতে অবাক লাগলেও এটাই সত্যি! নতুন প্রোমোতে দেখা গিয়েছে এমনই কিছু দৃশ্যপট। বারবার বমি হচ্ছে লক্ষ্মীর, তার সঙ্গে মাথাও ঘোরাচ্ছে। অসুস্থ লক্ষ্মীর শারীরিক পরীক্ষার পরেই জানা যায় মা হতে চলেছে সে। ব্যাস! শোরগোল তুঙ্গে।

সপ্তাহে TRP এর লড়াইয়ে স্থান নেই, সেই কারণেই এই বদল? প্রশ্ন ছুঁড়েছেন নেটিজেনরা। আবার কারওর কারওর চরম বিস্ময়! তিনটে সন্তানের পরে চার নম্বর সন্তানের কথা ভাবতেই মাথায় হাত তাঁদের। আবার কেউ কেউ বাতলে দিলেন তাঁর বয়সের কথাও। পরক্ষনেই টেনে আনলেন জবার প্রসঙ্গ। ৪৫ বছর বয়সে মা হয়েছিল সে। এদিকে, কিছুদিন আগেই লক্ষ্মীর বড়বৌ সন্তান আসার সুখবর জানিয়েছে। সকলের বক্তব্য একটাই, তাহলে কি শাশুড়ি বৌমা একসঙ্গে মা হতে চলেছেন?
অবশেষে গাছে উঠল গল্পের গরু, মা হচ্ছেন লক্ষী কাকিমা, বড় বালাই TRP!
বিগত কিছুদিন ধরেই TRP-এর ওঠাপড়া নিয়ে শোরগোল পড়ছে টলিপাড়াতে। একের পর এক ধারাবাহিক বন্ধ হয়েছে। জোরদার লড়াই শুরু হয়েছে সিরিয়াল গুলোর মধ্যে। সেই কারণেই বাড়ে বাড়ে চমক এবং প্লট টুইস্ট এনে চলেছে কর্মকর্তারা। রীতিমতো মাথায় হাত দর্শকদের। হেসে খুন অনেকেই। কিন্তু ধারাবাহিকে কিছুই অসম্ভব নয়, কথায় গল্পের গরু গাছে উঠে। ঠিক সেরকমই এখানে নায়ক নায়িকারা সব অসম্ভবকে সম্ভব করতে পারে। তাই এই কাণ্ডে অবাক হলেও বেজায় মজা নিচ্ছেন দর্শকরা।