মাসের শুরুতেই ভোগান্তি বাড়বে যাত্রীদের, টানা দশদিন বাতিল একগুচ্ছ ট্রেন
Local train cancelled from 1 may to 10 may

নজরবন্দি ব্যুরোঃ মাসের শুরুতেই ভোগান্তির শিকার হতে পারেন যাত্রীরা। মে মাসের প্রথম দশদিন বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন। রেলের তরফে ইতিমধ্যেই এই সংক্রান্ত ঘোষণা করা হয়েছে। দশদিন ট্রেন বাতিল থাকায় সংশ্লিষ্ট রুটের অন্যন্য ট্রেনে ভিড় বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

Local Train: মাসের শুরুতেই ভোগান্তি বাড়বে যাত্রীদের, টানা দশদিন বাতিল একগুচ্ছ ট্রেন

আরও পড়ুনঃ একটি মামলা সরলেও আরও ৯ টি মামলা রয়েছে গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে, কি কি জানেন?

রেল সূত্রে খবর, আগামী ১-১০ মে পর্যন্ত ট্রেন বাতিল থাকবে। লিলুয়া-বর্ধমান শাখায় ট্রাফিক ও পাওয়ার ব্লকের কাজ চলবে। সেই কারণেই ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একনজরে দেখে নিন দশদিন কোন কোন ট্রেন বাতিল থাকছে।

Local Train: মাসের শুরুতেই ভোগান্তি বাড়বে যাত্রীদের, টানা দশদিন বাতিল একগুচ্ছ ট্রেন

হাওড়া থেকে ৩৭৬১১, ৩৭৮১৫, ৩৭৩৪৩, ৩৬০৭১, ৩৭০১, ৩৬৮২৫ ট্রেনগুলি বাতিল থাকছে।
পাণ্ডুয়া – ৩৭৬১৪।
বর্ধমান – ৩৭৮৩৪, ৩৭৮৪০।
তারকেশ্বর – ৩৭৩৫৪।
শ্রীরামপুর – ৩৭০১২।
গুড়াপ – ৩৬০৭২।

মাসের শুরুতেই ভোগান্তি বাড়বে যাত্রীদের, টানা দশদিন বাতিল হচ্ছে একগুচ্ছ ট্রেন

Local Train: মাসের শুরুতেই ভোগান্তি বাড়বে যাত্রীদের, টানা দশদিন বাতিল একগুচ্ছ ট্রেন
মাসের শুরুতেই ভোগান্তি বাড়বে যাত্রীদের, টানা দশদিন বাতিল একগুচ্ছ ট্রেন

টানা দশদিন ট্রেন বাতিলের খবর পেয়েই চিন্তার ভাজ নিত্যযাত্রীদের কপালে। অন্যান্য ট্রেনের সময় নজরে রাখতে হবে। সংশ্লিষ্ট বাতিল ট্রেনগুলির পরিবর্তে গন্তব্যে সঠিক সময়ে পৌঁছাতে আগের ট্রেনগুলি ধরার চেষ্টা করতে হবে যাত্রীদের। হাওড়া একটি ব্যস্ত স্টেশন। ট্রেন বাতিলের কারণে ওই দশদিন যাত্রীদের ভিড় আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।