নজরবন্দি ব্যুরো: ব্যাংক পরিষেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ একথা অস্বীকার করা যায় না। জরুরী অনেক কাজ পূরণ করতে ব্যাংকে যেতে হয়। কিন্তু নিজের সময় নিয়ে ব্যাংকে গিয়ে দেখলেন গেটে তো তালা ঝুলছে! বড় সমস্যায় পড়তে হবে। এরপর কবে ছুটি পাবেন, সেই হিসেব কষতে থাকেন। তাই আগে থেকেই জেনে রাখুন আগস্টের কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকছে।

আরও পড়ুন: আগামী মাসে ব্যাংক বন্ধ থাকবে ১২ দিন, জেনে নিন ছুটির তালিকা

৬ আগস্ট – রবিবার
৮ আগস্ট – টেন্ডং লো রাম ফোট (সিকিম)।
১২ আগস্ট- দ্বিতীয় শনিবার।
১৩ আগস্ট- রবিবার।
১৫ আগস্ট – স্বাধীনতা দিবস।
১৬ আগস্ট- পারসি নববর্ষ।
১৮ আগস্ট- শ্রীমন্ত শঙ্করদেবের তারিখ।
২০ আগস্ট- রবিবার।আগস্টে ১৪ দিন বন্ধ থাকবে ব্যাংক, তারিখ মিলিয়ে জরুরী কাজ সেরে ফেলুন২৬ আগস্ট- চতুর্থ শনিবার।
২৭ আগস্ট- রবিবার।
২৮ আগস্ট- প্রথম ওনাম (কেরালা)।
২৯ আগস্ট- তিরুভোনম (কেরালা)।
৩০ আগস্ট- রাখি পূর্ণিমা।
৩১ আগস্ট- শ্রী নারায়ণ গুরু জয়ন্তী/ পাং লাবোসাল

আগস্টে ১৪ দিন বন্ধ থাকবে ব্যাংক, তারিখ মিলিয়ে জরুরী কাজ সেরে ফেলুন

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, আগস্ট মাসে শনিবার ও রবিবার মিলিয়ে মোট ১৪ দিন ছুটি থাকবে। তবে ১৪ দিনই গোটা দেশে একসঙ্গে ব্যাঙ্ক বন্ধ থাকবে না। বিভিন্ন রাজ্যের বিভিন্ন উৎসবের জন্য আলাদা আলাদা ভাবে ছুটি রয়েছে। মাসের প্রথম ও তৃতীয় শনিবার পরিষেবা পাবেন গ্রাহকরা। এছাড়া ১৪ দিনে অনলাইন, নেট ব্যাঙ্কিং পরিষেবা চালু থাকবে।

আগস্টে ১৪ দিন বন্ধ থাকবে ব্যাংক, তারিখ মিলিয়ে জরুরী কাজ সেরে ফেলুন

আগস্টে ১৪ দিন বন্ধ থাকবে ব্যাংক, তারিখ মিলিয়ে জরুরী কাজ সেরে ফেলুন
আগস্টে ১৪ দিন বন্ধ থাকবে ব্যাংক, তারিখ মিলিয়ে জরুরী কাজ সেরে ফেলুন