নজরবন্দি ব্যুরোঃ সুপ্রিম কোর্টের নির্দেশানুসারে, কলকাতা পুলিশের সবকটি থানায় সিসিটিভি লাগানো বাধ্যতামূলক। কিন্তু আদেশ মানার ইচ্ছে থাকলেও অর্থাভাবে তা সম্ভব হয়ে ওঠেনি কলকাতা পুলিশের পক্ষে। এখনো বহু থানা সিসিটিভি ক্যামেরার আওতার বাইরে। কিন্তু সিসিটিভি ক্যামেরা না থাকায় একের পর এক বিপদের সম্মুখীন হতে হচ্ছে পুলিশদের। এবার লালবাজারে পক্ষ থেকে নেওয়া হল নতুন পদক্ষেপ।
আরও পড়ুনঃ বিশ্বকাপ ফাইনালের আগে স্টেডিয়ামের সাজে সেজে উঠেছে শপিং মল
প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি আমহার্স্ট স্ট্রিট থানাতে এক যুবকের রহস্য মৃত্যু হয়। সে মৃত্যু ঘিরে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে গোটা শহরে। মৃতের পরিবারের তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়েছিল পুলিশদের বিরুদ্ধে। পরিবারের অভিযোগ পুলিশ নাকি থানাতে পিটিয়ে খুন করেছে যুবককে। যদিও পুলিশ সেই ঘটনার তীব্র বিরোধিতা করেছেন। পুলিশ আধিকারিকের তরফ থেকে জানানো হয়েছে, তারা খুন তো দূরের কথা যুবককে মারধর পর্যন্ত করেননি। অশোক নামক যুবককে চোরাই মোবাইল কেনার অপরাধে আনা হয়েছিল।

পোস্টমার্ডাম রিপোর্টে যুবকের ব্রেন হেমারেজ এর খবর পাওয়া গেছে। এছাড়া শরীরে আর কোন ক্ষতির চিহ্ন নেই। কিন্তু এই ঘটনাকে ঘিরে পুলিশদের একের পর এক বিপদের সম্মুখীন হতে হচ্ছে। ভবিষ্যতে যাতে এরকম কোন ঘটনার পুনরাবৃত্তি না হয় তার জন্য লালবাজার থানা ঠিক করেছেন, বেশ কয়েকটি থানায় সিসিটিভি লাগাবে তাদের পয়সায়। এবার লালবাজারে টাকাতে সিসিটিভি ক্যামেরা বসবে বেশ কয়েকটি থানায়। কারণ থানায় যেখানে দুর্ঘটনাটি ঘটেছিল, এখানেও ছিল না সিসিটিভি।
আমহার্স্ট স্ট্রিট-কাণ্ডে শোরগোল সর্বত্র, লালবাজারের নয়া পদক্ষেপ
তাই লালবাজারে তরফ থেকে যেখানে বাইরের লোক থানায় প্রবেশ করে ওই চত্বরে বিশেষভাবে লাগানোর বন্দোবস্ত করা হচ্ছে। কারণ বহুবার অর্থের জন্য আবেদন করেও টাকা পায়নি কলকাতা পুলিশ। এবার তাই পুলিশরা নিজেদের সুরক্ষার জন্য নিজেরাই এই ব্যবস্থা গ্রহণ করছে। তবে কবে থেকে বসবে ক্যামেরা তা এখনো সামনে আসেনি।