বিভ্রান্তি রুখতে নয়া উদ্যোগ, লক্ষ্মীর ভাণ্ডারের তথ্য সব পাবেন এখানে
Lakshmir Bhandar new update

নজরবন্দি ব্যুরোঃ লক্ষ্মীর ভাণ্ডারের তথ্য বিভ্রান্তি নতুন কিছু নয়। এ বার সেই বিভ্রান্তি দূর করতে তা নির্দিষ্ট ওয়েবসাইটে নিয়মিত আপলোড করে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। রাজ্য সরকারের এই জনমুখী প্রকল্পে নাম নাম উঠেছে কি না আবেদনকারী তা বাড়িতে বসেই দেখতে পাবেন।

আরও পড়ুনঃ অবশেষে গাছে উঠল গল্পের গরু, মা হচ্ছেন লক্ষী কাকিমা, বড় বালাই TRP!

Lakshmir Bhandar: বিভ্রান্তি রুখতে নয়া উদ্যোগ, লক্ষ্মীর ভাণ্ডারের তথ্য সব পাবেন এখানে

নারী ও সমাজকল্যাণ দফতরের সূত্রে খবর, socialsecurity.wb.gov.in ওয়েবসাইটে আবেদনকারীরা তাঁদের আবেদনপত্রের অবস্থা, নাম নথিভুক্ত হয়েছে কি না তা দেখতে পারবেন। মোবাইল নম্বর দিয়ে এই সমস্ত তথ্য তাঁরা পেয়ে যাবেন।

Lakshmir Bhandar: বিভ্রান্তি রুখতে নয়া উদ্যোগ, লক্ষ্মীর ভাণ্ডারের তথ্য সব পাবেন এখানে

শুধু তাই নয় ওই প্রকল্পে টাকা পেয়ে থাকলে এখনও পর্যন্ত কত টাকা পেয়েছেন সেই তথ্য মিলবে ওয়েবসাইট থেকে। সরকারি তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত রাজ্যের ১ কোটি ৬৯ লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাচ্ছেন।

বিভ্রান্তি রুখতে নয়া উদ্যোগ, লক্ষ্মীর ভাণ্ডারের তথ্য সব পাবেন এখানে

Lakshmir Bhandar: বিভ্রান্তি রুখতে নয়া উদ্যোগ, লক্ষ্মীর ভাণ্ডারের তথ্য সব পাবেন এখানে

প্রসঙ্গত, ১ নভেম্বর থেকে রাজ্যে ফের দুয়ারে সরকার কর্মসূচি শুরু হয়েছে। সেখানেও অনেকে নতুন করে নাম নথিভুক্ত করছেন অনেকে। এই প্রকল্পে মহিলারা মাসে ৫০০ টাকা করে পান। অন্য দিকে তফসিলি জাতি-উপজাতি ও অনগ্রসর শ্রেণির মহিলারা মাসে এক হাজার টাকা করে পান। এ বার বিধবা মহিলারাও বিধবাভাতার পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাবেন।