Dilip Ghosh: কুড়মিদের নিয়ে বিতর্কিত মন্তব্য! খড়গপুরে দিলীপ ঘোষের বাড়ি ঘেরাও

Dilip Ghosh: কুড়মিদের নিয়ে বিতর্কিত মন্তব্য! খড়গপুরে দিলীপ ঘোষের বাড়ি ঘেরাও
Kurmi Agitators gheraoed house of Dilip Ghosh

নজরবন্দি ব্যুরো: প্রায়শই বিতর্কিত মন্তব্য করে সংবাদের শিরোনামে থাকেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। সম্প্রতি দিলীপ ঘোষের মন্তব্যে আরও একটি বিতর্ক শুরু হয়েছে। কুড়মি আন্দোলনকারীদের নিয়ে বেফাঁস মন্তব্যের জেরেই ক্ষুব্ধ হয়েছে বিক্ষোভকারীদের একাংশ। আর এই ক্ষোভের জেরেই দিলীপের বাড়ি ঘেরাওয়েরও হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীদের অনেকেই। সব মিলিয়ে পরিস্থিতি অনেকটাই উত্তপ্ত!

আরও পড়ুন: পাখির চোখ পঞ্চায়েত! তৃণমূলকে টেক্কা দিতে বিজেপির পাল্টা কর্মসূচী ‘পঞ্চায়েত পদযাত্রা’

আর কুড়মিদের হুঁশিয়ারির চাপেও পিছিয়ে আসেনি দিলীপ ঘোষ। বেশ অস্বস্তির মধ্যে পড়ে দিলীপ ঘোষের হয়ে কুড়মিদের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্তর সেই ক্ষমা চাওয়া নিয়ে মুখ খুলেছিলেন দিলীপবাবু। এহেন পরিস্থিতিতেই বুধবার দুুপুরে বিজেপির সর্বভারতীয় সহসভাপতির বাড়িতে চড়াও কুড়মিদের। জানা গিয়েছে, এদিন অজিত মাহাতোর নেতৃত্বে লাঠি, শাবল হাতে দিলীপ ঘোষের খড়্গপুরের বাংলো বাড়ি ঘেরাও করেছেন কুড়মি সমাজের প্রতিনিধিরা।

কুড়মিদের নিয়ে বিতর্কিত মন্তব্য, লাঠি-শাবল নিয়ে বিজেপি নেতার বাড়ির বাইরে চলল তাণ্ডব
কুড়মিদের নিয়ে বিতর্কিত মন্তব্য, লাঠি-শাবল নিয়ে বিজেপি নেতার বাড়ির বাইরে চলল তাণ্ডব

যদিও এই মুহূর্তে দিলীপ ঘোষ বাড়িতে নেই, দিল্লিতে গিয়েছেন। তবে আজই তার খড়গপুরের বাড়িতে ফেরার কথা রয়েছে। তার আগেই বুধবার দুপুরে দিলীপের বাড়ি ঘেরাও কুড়মিদের। প্রসঙ্গত, গত রবিবার দিলীপ ঘোষকে ঘিরে এই বিতর্কের সূত্রপাত হয়। এক দলীয় কর্মসূচী সেরে জঙ্গলমহল এলাকায় থেকে ফেরার পথে বিজেপির সর্বভারতীয় সহসভাপতির পথ আগলে দাঁড়ান কুড়মি আন্দোলনকারীরা। তাঁরা দিলীপ ঘোষকে প্রশ্ন করেন, “তিনি কুড়মিদের জন্য কী করেছেন?” এরপরেই তাঁদের কড়া ভাষায় আক্রমণ করেন দিলীপ ঘোষ। শুরু হয় বিতর্ক ।

কুড়মিদের নিয়ে বিতর্কিত মন্তব্য, লাঠি-শাবল নিয়ে বিজেপি নেতার বাড়ির বাইরে চলল তাণ্ডব

এরপরেই পরিস্থিতি সামাল দিতেই দিলীপ ঘোষের মন্তব্য প্রসঙ্গে মুখ খুললেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। শুধু তাই নয়, দিলীপ ঘোষের মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন তিনি। জানা যাচ্ছে, মঙ্গলবার সল্টলেকের ইজেডসিসিতে রোজগার মেলার অনুষ্ঠানে আসেন সুকান্ত। আর সেইখানেই তাঁকে প্রশ্ন করা হলে, উত্তরে তিনি বলেন, “বাড়ি ঘেরাওয়ের রাজনীতিতে বিজেপি কখনই বিশ্বাস করে না। আমার মনে হয় দিলীপ ঘোষের কথা বুঝতে ওদের কোথাও অসুবিধা হয়েছে। কিংবা হয়ত উনি যেভাবে বলেছেন, তাতে ওনাদের খারাপ লেগেছে। বিষয়টি বাড়তে দেওয়া উচিত নয়। যদি ওনাদের দিলীপের কথায় খারাপ লাগে তাহলে, রাজ্য সভাপতি হিসেবে আমি ক্ষমা চেয়ে নিলে ওনারা শান্ত হবেন… আমি বিজেপির রাজ্য সভাপতি হিসেবে ওনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।”

কুড়মিদের নিয়ে বিতর্কিত মন্তব্য, লাঠি-শাবল নিয়ে বিজেপি নেতার বাড়ির বাইরে চলল তাণ্ডব

কুড়মিদের নিয়ে বিতর্কিত মন্তব্য, লাঠি-শাবল নিয়ে বিজেপি নেতার বাড়ির বাইরে চলল তাণ্ডব