নজরবন্দি ব্যুরোঃ গত মরশুম থেকে শিক্ষা নিয়ে এবছর নতুন করে দল সাজিয়ে দাপটের সাথে আইএসএল খেলার পরিকল্পনা নিয়েছিল এসসি ইস্টবেঙ্গল, সেইমতো গতবারের স্কোয়াডের আমূল পরিবর্তন ঘটিয়ে নতুন করে এবছর দল সাজিয়েছিল শ্রীসিমেন্ট ম্যানেজমেণ্ট। তবে সময় বদলালেও বদলায়নি লাল-হলুদের সেই পরাজয়ের ধারা। গত ডার্বিতে ফিজি তারকা রয়কৃষ্ণার কামালে বেসামাল হয়ে পড়েছিল লাল-হলুদ। তবে এবার জামসেদ পুত্র কিয়ান নাসিরি।
আরও পড়ুনঃ সন্ত্রাস দমনে বড় সাফল্য, পুলিশের সঙ্গে সংঘর্ষে খতম জইশ কমান্ডার জাহিদ ওয়ানি-সহ পাঁচ জঙ্গি
গতকালের ম্যাচে নেমে তিনি শুধু ম্যাচই জেতাননি বরং নিজের প্রথম ডার্বিতে হ্যাট্রিক করে মাত্র ১৯ বছর বয়সেই ডার্বির নায়ক হয়ে উঠলেন ময়দানের অতিপরিচিত ফুটবল তারকা তথা ফুটবল কোচ জামসেদ নাসিরি পুত্র কিয়ান নাসিরি। তবে এখানেই শেষ নয়, কাল নিজের প্রথম ডার্বিতে নেমে আরও একাধিক রেকর্ড গড়লেন এই তরুন প্রতিভা।
পরিসংখ্যান বলছে, আইএসএলের গতকালের ম্যাচের পর লিগের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে নিজের হ্যাট্রিক সম্পন্ন করলেন এই তারকা। এছাড়াও দ্বিতীয় সর্বকনিষ্ঠ তারকা হিসেবে কলকাতা ডার্বির ময়দানে নিজের হ্যাট্রিক গড়েছেন এই জামসেদ পুত্র।
কিয়ান কামালে বেসামাল লাল-হলুদ, অভিনব রেকর্ড জামসেদ পুত্রর

উল্লেখ্য, গত ১৯৯৭ সালে ফেডারেশন কাপের ফাইনালে লাল-হলুদ জার্সিতে মাত্র ২০ বছর বয়সে নিজের হ্যাট্রিক গড়েছিলেন বাইচুং ভুটিয়া। এবার সেই পথযাত্রী কিয়ান নাসিরি। গতকালের ম্যাচের পর অনেকেই মনে করতে শুরু করেছে যে,সবকিছু ঠিক থাকলে আগামী দিনে ভারতীয় ফুটবলের ইতিহাসে সুনীল ছেত্রীর পরবর্তী তারকা হয়ে উঠতে পারেন কিয়ান।
