Calcutta High Court: সিবিআইয়ের প্রত্যেক অফিসারের সম্পত্তির হলফনামা চাই, নির্দেশ বিচারপতির
Justice Avijit GAnguly wants CBI assets

নজরবন্দি ব্যুরোঃ সিবিআইয়ের তদন্ত নিয়ে মোটেই সন্তুষ্ট নন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি সিবিআইয়ের সিটে বদল করে নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এবার সিবিআইয়ের প্রত্যেক অফিসারের সম্পত্তির হলফনামা চাই। এমনটাই জানালেন বিচারপতি। তদন্তকারী সংস্থার ভূমিকা প্রবল ক্ষুব্ধ হয়ে কড়া পদক্ষেপ নিলেন বিচারপতি।

আরও পড়ুনঃ Governor: রাজ্যপালের কর্মপদ্ধতি বিস্ময়কর! বাংলা সফরের আগে শাহকে রিপোর্ট

সিবিআইয়ের ভূমিকা নিয়ে মোটেই সন্তুষ্ট নন বিচারপতি, তাতে এদিন স্পষ্ট করলেন তাঁর পদক্ষেপে। তদন্তকারী সংস্থার বিরুদ্ধে কার্যত হুঁশিয়ারি দিয়েই বলেন, সিবিআই কল্পনাও করতে পারবে না তাঁদের সামনে কতটা খারাপ দিন আসতে চলেছে। শুধুমাত্র সিবিআই তদন্তকারী অফিসারদের নয়, সিট থেকে সদ্য পরিবর্তিত সোমনাথ বিশ্বাসের হলফনামা চেয়েছেন বিচারপতি। যদিও কেন সিবিআইয়ের তদন্তকারী অফিসারদের সম্পত্তির হলফনাম চাওয়া হল? তা স্পষ্ট করে জানাননি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

সিবিআইয়ের প্রত্যেক অফিসারের সম্পত্তির হলফনামা চাই, জানালেন বিচারপতি 
সিবিআইয়ের প্রত্যেক অফিসারের সম্পত্তির হলফনামা চাই, জানালেন বিচারপতি 

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথায়, সারা পশ্চিমবঙ্গের লোক তাকিয়ে রয়েছে কী হবে। আপনারা ইয়ার্কি মারছেন? সোমনাথ বিশ্বাসের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের প্রয়োজন রয়েছে বলে মত বিচারপতি। এমনকি সিবিআইয়ের পরিবর্তে ইংল্যান্ডের এমআই ফাইভের ওপর ভরসা করতে হবে।

কিছুদিন আগেই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের সিট থেকে তদন্তকারী অফিসার সোমনাথ বিশ্বাসকে সরিয়ে দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর কথায়, ওই অফিসার আর কোনও ফাইল স্পর্শ করতে পারবেন না। পরিবর্তে বিষয়টি ডিআইজি পদমর্যাদার কোনও অফিসারকেই দেখতে হবে। মামলার গতিপ্রকৃতি নিয়ে পদক্ষেপ করবেন ডিআইজি। শুধুমাত্র তাই ই নয়, এই সোমনাথ বিশ্বাসের পরিবর্তে নতুন তদন্তকারী অফিসারের নাম আদালতকে জানানোর নির্দেশ দিয়েছিলেন।

সিবিআইয়ের প্রত্যেক অফিসারের সম্পত্তির হলফনামা চাই, জানালেন বিচারপতি 

সিবিআইয়ের প্রত্যেক অফিসারের সম্পত্তির হলফনামা চাই, জানালেন বিচারপতি 
সিবিআইয়ের প্রত্যেক অফিসারের সম্পত্তির হলফনামা চাই, জানালেন বিচারপতি 

এর আগে সিবিআইয়ের সিটে রাখা হয়েছিল ধরমবীর সিংহ, সত্যেন্দ্র সিংহ, কেসি ঋষিনামূল, সোমনাথ বিশ্বাস, মলয় দাস এবং ইমরান আশিককে। বুধবার বিচারপতি গঙ্গোপাধ্যায় সিবিআইয়ের সিট থেকে বাদ দেন কেসি ঋষিনামূল এবং ইমরানদের। পরে সোমনাথ বিশ্বাসকেও সরিয়ে দেওয়ার নির্দেশ দিলেন তিনি। একইসঙ্গে ডিআইজি সক্রিয় হওয়ার নির্দেশ দেন বিচারপতি