নজরবন্দি ব্যুরোঃ পুজোর আগেই সুখবর শহরবাসীর জন্য। আগামীকাল বৃহস্পতিবার থেকেই শুরু হচ্ছে, জোকা-তারাতলা মেট্রোর ট্রায়াল রান। জোকা থেকে তারাতলা অবধি হবে ট্রায়াল রান। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে পুজোর আগেই এই লাইনে পরিষেবা চালু করতে চায় মেট্রো রেল কর্তৃপক্ষ। মেট্রো রেল সুত্রে খবর, ইতিমধ্যেই নন এসি রেকগুলিকে পরীক্ষা করা হয়েছে নোয়াপাড়া কারশেডে।
আরও পড়ুনঃ পুজোতে বাড়ছে মেট্রোর সংখ্যা, জেনেনিন সময়সূচি
যদিও সরাসরি নর্থ সাউথ মেট্রো সঙ্গে এই লাইন যুক্ত নয়। এদিকে এই অংশে লাইন বসানোর কাজও শেষ হয়ে গিয়েছে ইতিমধ্যেই। তাই মনে করা হচ্ছে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে পুজোর আগেই পরিষেবা চালু হতে পারে। আগামী বছর জোকা থেকে তারাতলা মেট্রো পূর্ণ মাত্রায় চালু করার লক্ষ্য নিয়েছে রেল।

আত্মনির্ভর প্রকল্পে প্রথম কাজ শুরু হয়েছিল কলকাতা থেকে। শুরু হয়েছিল জোকা-বিবাদী বাগ মেট্রো প্রকল্পে লাইন পাতার কাজ। ইউরোপ নয়, ছত্তিসগড় থেকে কলকাতায় এসে পৌছেছিল ইস্পাতের রেল। লাইন বা রেল বসানোর জন্য এসে গেছে নেদারল্যান্ডসের মেশিন ‘মোবাইল ফ্ল্যাশব্যাট ওয়েল্ডিং’।
যা দিয়ে জোড়া হয় লাইনের অংশ। আর ভি এন এল সূত্রে খবর, জোকা ডিপো থেকে মাঝেরহাট অবধি প্রায় ১০ কিমি লাইন পাতার মতোই ইস্পাত এসে পৌছে গিয়েছিল। কাজও শেষ।যে সংস্থা এই লাইন পাতার কাজ করবে তাদের প্রতিনিধিরাও এসে গিয়ে কাজ শেষ করে দিয়েছেন।
সুখবর শহরবাসীর জন্য, পুজোর আগেই শুরু হচ্ছে জোকা-তারাতলা মেট্রো
জোকা ডিপো থেকে তারাতলা অবধি মেট্রোর স্টেশন বিল্ডিং নির্মাণের কাজ শেষ। এবার এই পথে শুরু হতে চলেছে মেট্রোর ট্রায়াল রানের কাজ।