'ঝোপঝাড়ের পিছনে গিয়ে প্যাড বদলাতাম', পিরিয়েড নিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা জয়ার
jaya bachchan recollect her first period experiences.

নজরবন্দি ব্যুরো: প্রথম প্রথম  পিরিয়ড হলে সব মেয়েদের যেমন অসুবিধে হয় তেমনি বিভিন্ন অসুবিধার মুখে পড়তে হয়েছিল অমিতাভ পত্নী জয়া বচ্চনকে (Jaya Bachchan)। নাতনি নভ্যা নভেলিকে সাক্ষাৎকার দিতে গিয়ে একথাই জানিয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী।

আরও পড়ুন: বিমানবন্দরে আটকানো হয়নি শাহরুখকে, উঠে এল নয়া তথ্য

‘হোয়াট দ্য হেল নভ্যা’র সাম্প্রতিক এপিসোডে মা শ্বেতা এবং দিদিমা জয়া বচ্চনের সঙ্গে ‘পিরিয়ডস’ এবং জনন প্রক্রিয়া নিয়ে আলোচনা করলেন। শ্বেতা জানান,তাঁর ঋতুস্রাবের সময় মনখারাপ থাকত। প্রচুর চকোলেট ও কার্বোহাউড্রেট জাতীয় খাবার খেতেন।

 'ঝোপঝাড়ের পিছনে গিয়ে প্যাড বদলাতাম', পিরিয়েড নিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা জয়ার
‘ঝোপঝাড়ের পিছনে গিয়ে প্যাড বদলাতাম’, পিরিয়েড নিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা জয়ার

আর এরপরেই জয়া জানান, ‘ভয়ঙ্কর পরিস্থিতি ছিল (শ্যুটিংয়ের মাঝেই পিরিয়ডস হলে)। আমরা যখন আউটডোর শ্যুট করতাম আমাদের ভ্যানিটি থাকত না। আমাদের বোপঝাড়ের পিছনে গিয়ে স্যানিটারি কাপড় বদলাতে হত… মানে পুরো পাগল পাগল পরিস্থিতি! টয়লেট থাকত না, তোমাকে মাঠে বা পাহাড়ের উপর প্রকৃতির ডাকে সাড়া দিতে যেতে হত। খুব অদ্ভূত পরিস্থিতি ছিল, লজ্জাজনক’।

 

View this post on Instagram

 

A post shared by @ivmpodcasts

‘ঝোপঝাড়ের পিছনে গিয়ে প্যাড বদলাতাম’, পিরিয়েড নিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা জয়ার

Jaya Bachchan: 'ঝোপঝাড়ের পিছনে গিয়ে প্যাড বদলাতাম', পিরিয়েড নিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা জয়ার

উল্লেখ্য, নভ্যা আগেই এক সাক্ষাৎকারে বলেছেন,‘আমি সৌভাগ্যবান যে আমি এমন বাড়িতে বড় হয়েছি যেখানে ঋতুস্রাব নিয়ে কথা বলাটা খুব সহজ ছিল’। সেই ছবিই উঠে এল এই পডকাস্টে। নাতনির পডকাস্টে এর আগেও মন খুলে কথা বলেছেন জয়া বচ্চন। ভালবাসার সম্পর্কে শারীরিক সুখ অত্যন্ত জরুরি। এমনই মত প্রকাশ করেছিলেন বর্ষীয়ান অভিনেত্রী।