নজরবন্দি ব্যুরোঃ ২০১৯ সালের লোকসভা ভোটে আমেঠিতে বিজেপি স্মৃতি ইরানির কাছে হেরে কেরলের ওয়েনাড় থেকে দাঁড়িয়ে সাংসদ হন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কিন্তু রাহুল গান্ধীর ক্যারিশ্মায় কেরলের ২০টি আসনের মধ্যে ১৫টিই জিতে নেয় কংগ্রেস। তাই এবার আগামী লোকসভায় রাহুল গান্ধীকে ওয়েনাড় থেকে সরে যাবার অনুরোধ নিয়ে সর্বভারতীয় কংগ্রেস দলের দ্বারস্থ সিপিআই। এখন, বামেদের অনুরোধে কি ওয়েনাড় থেকে সরে যাবেন কংগ্রেস নেতা?
আরও পড়ুনঃ নওশাদকে ‘জঙ্গি সংগঠনের নায়ক’ বলে দাগলেন শওকত, পাল্টা কী বললেন ISF বিধায়ক?
২০১৪ সাল থেকে লোকসভা নির্বাচনে কংগ্রেসের ঘাঁটি আমেঠি থেকেই লড়েন রাহুল গান্ধী। ২০০৪, ২০০৯, ২০১৪ সালে সাফল্য এলেও ২০১৯ সালে বিজেপি স্মৃতি ইরানির কাছে হার মানতে হয় রাহুলকে। আর তারপরই কেরলের ওয়েনাড়কে নির্বাচন করে সেখান থেকে ভোটে লড়েন রাহুল এবং জিতেও যান ৪ লক্ষ ৩১ হাজার ৭৭০ ভোটে। ফলে, আমেঠি এখন প্রাক্তন রাহুলের কাছে, বরং ওয়েনাড় থেকেই বড় মার্জিনে জিতে সেখানেরই সাংসদ রাহুল।

বাংলায় বামেদের যা হাল কেরলে ঠিক সেরকম নয়। চরম দুঃসময়ের মধ্যেও কিন্তু কেরলে ক্ষমতায় আছে সিপিআই। যদিও তা বিধানসভা নির্বাচনের দৌলতে। ২০১৯ সালে যেই মাত্র কেরলে পদার্পণ হল রাহুলের বা তার আগে থেকেই বামেদের একাধিক আসনে নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠিত করতে সমর্থ হল কংগ্রেস।

পরিসংখ্যান বলছে, ২০১৯ সালের লোকসভায় কেরলের ২০টি আসনের মধ্যে ১৫টি জিতেছে কংগ্রেস। ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ জিতেছে ২টি এবং সিপিআই(এম), আরএসপি ও কেরালা কংগ্রেস জিতেছে ১টি করে আসন। আর এটাই কিন্তু আসন্ন লোকসভার আগে চিন্তায় রাখছে বাম শিবিরকে।
কেরলে বামেদের বিড়ম্বনার কারণ রাহুল! ওয়েনাড় থেকে সরছেন কংগ্রেস নেতা?
আগামী বছর লোকসভা নির্বাচনে বিরোধীদের জোট INDIA। সেখানে সিপিএম যে সিদ্ধান্তই নিক না কেন সিপিআই কিন্তু জোটের পাশে থাকার বার্তাই দিচ্ছে। সেক্ষেত্রে আসন সমঝোতা নিয়ে যে সমন্বয় কমিটি গঠিত হয়েছে সেখানেও নিজেদের অবস্থান স্পষ্ট করেছে সিপিআই। রেখেছে নিজেদের সদস্য। কিন্তু সিপিআইএমের কোনও সদস্য নেই। তাহলে, এবার বামেদের অনুরোধে কি আবার আমেঠিতে ফিরবেন রাহুল গান্ধী? এই সব প্রশ্নের উত্তর মিলবে সময়ের সাথে সাথেই।
