iPhone: প্রতীক্ষার অবসান, বাজারে আসছে iPhone 14, জানুন দাম ও যুগান্তকারী ফিচার

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে হাজির হল iPhone 14 সিরিজের 4টি নতুন স্মার্টফোন। বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের কুপার্টিনোতে কোম্পানির সদর দফতরে এক অনুষ্ঠান থেকে iPhone 14, iPhone 14 Plus, iPhone 14 Pro ও iPhone 14 Pro Max মডেলগুলি নিয়ে এসেছে Apple। এই সব ফোনেই রয়েছে দুর্দান্ত ফিচার্স ও স্পেসিফিকেশন। iPhone 14 ও iPhone 14 Plus ডিসপ্লের উপরে আগের মতো নচ ব্যবহার হলেও iPhone 14 Pro ও iPhone 14 Pro Max মডেলের ডিসপ্লের উপরে পিল কাট-আউট দেখা গিয়েছে।

আরও পড়ুনঃ দলীয় প্যাডে চাকরি জন্য অনুরোধ নয়, স্পষ্ট বার্তা দিলেন মমতা

এই লেটেস্ট অ্যাপল সিরিজ়ে সবথেকে বেশি আপগ্রেড পেয়েছে প্রো মডেলগুলি। iPhone 14 এবং তার Plus মডেলটিতেও বেশ কিছু গুরুত্বপূর্ণ আপগ্রেডেশন দেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে লো-লাইট পরিস্থিতিতে আরও ভাল ক্যামেরা, স্যাটেলাইট কানেক্টিভিটি-সহ আরও অনেক কিছু। সবথেকে অবাক করা বিষয়টি হল, iPhone 13 যে সময় যে দামে লঞ্চ হয়েছিল, এখন iPhone 14 লঞ্চ করা হল সেই একই দামে। বেস 128GB মডেলের দাম শুরু হচ্ছে ৭৯,৯০০ টাকা থেকে। এই দুই আইফোনের দাম ও ফিচার সংক্রান্ত সব তথ্য একনজরে দেখে নেওয়া যাক।

iPhone: প্রতীক্ষার অবসান, বাজারে আসছে iPhone 14, জানুন দাম ও যুগান্তকারী ফিচার

iPhone 14-র ১২৮ GB ভার্সনের দাম শুরু হচ্ছে ৭৯,৯০০ টাকা থেকে। ফোনটির ২৫৬GB ও ৫১২GB মডেলগুলির দাম যথাক্রমে ৮৯,৯০০ এবং ১,০৯,৯০০ টাকা। iPhone 14 Plus-এর বেস অর্থাৎ ১২৮ GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম শুরু হচ্ছে ৮৯,৯৯০ টাকা থেকে। ফোনটির ২৫৬ GB ও ৫১২ GB মডেল দুটির দাম যথাক্রমে ৯০,৯০০ টাকা ও ১,১৯,৯০০ টাকা। iPhone 14-এ থাকছে ৬.১ ইঞ্চি OLED ডিসপ্লে।

iPhone: প্রতীক্ষার অবসান, বাজারে আসছে iPhone 14, জানুন দাম ও যুগান্তকারী ফিচার

অন্যদিকে iPhone 14 Plus-এ ৬.৭ ইঞ্চি ডিসপ্লে দিয়েছে Apple। এই ২টি ফোনের OLED ডিসপ্লেতে থাকছে সর্বোচ্চ ১২০০ nits ব্রাইটনেস। ফোনের ভিতরে থাকছে A15 Bionic চিপ। ২টি ফোনেই ডুয়াল ক্যামেরা সিস্টেম দেখা যাবে। প্রাইমারি ক্যামেরায় রয়েছে ১২ MP সেন্সর শিফট OIS। সেলফি তোলার জন্যেও থাকছে ১২ MP ক্যামেরা।

iPhone: প্রতীক্ষার অবসান, বাজারে আসছে iPhone 14, জানুন দাম ও যুগান্তকারী ফিচার

এই ফোন গুলি সমস্ত অ্যাঙ্গেল থেকেই iPhone 14 দেখতে iPhone 13-র মতো। তবে iPhone 14 Plus-এ বেশ নজরকাড়া এবং অনেকটাই বড় স্ক্রিন দেওয়া হয়েছে। ডিজ়াইনের দিক থেকে বেশির ভাগটাই iPhone 13-র মতো। পিছনে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেম, সামনে সেলফি ক্যামেরার জন্য একটি প্রশস্ত নচ।

প্রতীক্ষার অবসান, বাজারে আসছে iPhone 14, জানুন দাম ও যুগান্তকারী ফিচার

এই ফোন ভারতীয় বাজারে আসছে ৯ সেপ্টেম্বর থেকে iPhone 14 ও iPhone 14 Plus ফোন দুটি প্রি-অর্ডারের জন্য উপলব্ধ হবে। ১৬ সেপ্টেম্বর থেকে iPhone 14 কিনতে পারবেন কাস্টমাররা। অন্য দিকে প্লাস মডেলটি ৭অক্টোবর থেকে অ্যাপল-সহ বিভিন্ন অথোরাইজড স্টোরে কিনতে পারবেন গ্রাহকরা।

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ, হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে SSC

প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ, হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে SSC

রায় ঘোষণার পরদিনই দলে দলে চাকরিচ্যুতরা ভিড় জমিয়েছেন ধর্মতলায় গান্ধীমূর্তির পাদদেশে। তাঁদের সাফ প্রশ্ন, “সিবিআই-এর মতো সংস্থা যদি এতদিন ধরে তদন্ত করে যোগ্য অযোগ্য বাছতে অপারগ হয় তাহলে কি করে হবে?”
আজ থেকে শুরু তাপপ্রবাহের স্পেল, উত্তরেও চড়ছে পারদ, কেমন থাকবে আবহাওয়া?

আজ থেকে শুরু তাপপ্রবাহের স্পেল, উত্তরেও চড়ছে পারদ, কেমন থাকবে আবহাওয়া?

উত্তরবঙ্গের একাধিক জেলায় পারদ চড়বে। নীচের তিন জেলায় মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে ক্রমেই তাপমাত্রা বাড়বে। তবে উপরের জেলাগুলিতে যেমন- দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
নিষিদ্ধ পল্লীর বাচ্চাদের সমাজে প্রতিষ্ঠিত করার লক্ষ্য, প্রতিনিয়ত সংগ্রাম চালিয়ে যাচ্ছে কুমারটুলি ফুটবল কোচিং সেন্টার

নিষিদ্ধ পল্লীর বাচ্চাদের সমাজে প্রতিষ্ঠিত করার লক্ষ্য, প্রতিনিয়ত সংগ্রাম চালিয়ে যাচ্ছে কুমারটুলি ফুটবল কোচিং...

কুমারটুলি ফুটবল কোচিং সেন্টারের সম্পাদক রাজীব গুহ ও তাঁর বন্ধু সঞ্জয় ঘোষ রায় যিনি ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডান স্পোর্টিং ক্লাবে খেলেছেন, তাঁদের উদ্দেশ্য ভালো মানের খেলোয়ার তৈরি করে ময়দানে পাঠানো ও বাংলা তথা ভারতের প্রতিনিধিত্ব করানো।
আপাতত তিহাড় জেলেই থাকবেন কেজরীওয়াল, ৭ মে তাঁকে আদালতে হাজির করানো হবে

আপাতত তিহাড় জেলেই থাকবেন কেজরীওয়াল, ৭ মে তাঁকে আদালতে হাজির করানো হবে

তিনি এ জন্য ১০০ কোটি টাকা ঘুষও নিয়েছিলেন। সেই টাকা পঞ্জাব এবং গোয়ার বিধানসভা নির্বাচনে আপের প্রচারে খরচ করা হয়েছে। কেজরীওয়াল সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, ‘রাজনৈতিক স্বার্থ’ নিয়ে বিজেপি এ সব করছে।
বাঘের চোখে জল! স্ত্রী-কন্যাকে আল্লাহ্‌র কাছে প্রার্থনার আর্জি জানিয়ে কেঁদে ফেললেন শাহজাহান

বাঘের চোখে জল! স্ত্রী-কন্যাকে আল্লাহ্‌র কাছে প্রার্থনার আর্জি জানিয়ে কেঁদে ফেললেন শাহজাহান

অবশেষে বাঘের চোখে জল! হ্যাঁ, তিনি আসলে বাঘমানুষ। সন্দেশখালির বেতাজ বাদশা। যাকে ধরতে গিয়ে আক্রান্ত হতে হয় ইডিকে। সকলকে চমকে দিয়ে নিঃশব্দে গা-ঢাকা দিয়ে থাকতে পারেন মাসের পর মাস। সেই শাহজাহান শেখ এবার প্রিজন ভ্যানে বসে স্ত্রী তসলিমা বিবির হাত ধরে কাঁদলেন!

Lifestyle and More...