নজরবন্দি ব্যুরোঃ হার্দিক পান্ডিয়ার অন্দরমহল দেখলে চোখ কপালে উঠবে আপনার, ভারতীয় ক্রিকেটারদের মধ্যে একজন অল-রাউন্ডার প্লেয়ার হলেন হার্দিক পান্ডিয়া। তিনি খুবই নিম্ন-মধ্যবিত্ত পরিবার থেকে এসেছেন। ছোট থেকে খুব কষ্ট করেই বড় হয়েছেন হার্দিক। তিনি এবং তাঁর ভাই ক্রুনাল পান্ডিয়া কঠোর পরিশ্রম করে আজ নিজেদের এই জায়গায় এনেছেন। তাই হার্দিকের আজ নাম, খ্যাতি, যশ সবই রয়েছে। ভারতীয় ক্রিকেট দলে যথেষ্ট কদরও তাঁকে করা হয়। বর্তমানে তাঁর ফ্যানদের খুবই প্রিয় হার্দিক।
আরও পড়ুনঃ রেপো রেট বাড়াল RBI, ফের বাড়বে বাড়ি-গাড়ির EMI, মাথায় হাত মধ্যবিত্তের
এখন হার্দিকের (Hardik Pandya) একটি বিশাল বাড়ি আছে। সেই বিশাল বাড়ি তৈরি করার জন্য একসময় হার্দিক যথেষ্ট পরিশ্রম করেছিলেন। তাঁর স্বপ্নের বাড়ি এটি। গুজরাতে ৬০০০ স্কোয়্যার ফিটের ম্যানসন হার্দিক পান্ডিয়া। অনুরাধা আগরওয়াল এই বাড়ি ডিজাইন করেছেন। সুন্দর করে সাজিয়েছেন বাড়িটি। বাড়িটি আধুনিক ধাঁচে হলেও ট্র্যাডিশনাল ছোঁয়াও আছে এই বাড়িতে।





আবার একই জায়গায় ক্রিসমাস ট্রি সাজিয়ে সেলিব্রেট করেছিলেন তাঁরা। প্রত্যেক মুহূর্তের ছবিই ধরা পড়েছিল সোশ্য়াল মিডিয়ায়। এই স্পেসের দেওয়ালটি বেশ সুন্দর। প্রশংসা করার মতো।
হার্দিক পান্ডিয়ার রান্নাঘর ও ডাইনিং এরিয়া
এই ক্রিকেটারের একটি ছবিতে তাঁর রান্নাঘরের ঝলকও দেখতে পাওয়া গিয়েছে। আর রান্নাঘরটি সত্যিই সুন্দর, তা আর বলার অপেক্ষা থাকে না। সাধারণত প্রত্যেক বাড়িতেই এই রান্নাঘর পরিষ্কার রাখা নিয়ে চিন্তা থেকে যায়। কিন্তু রান্নাঘর সবসময় সুন্দর করে গুছিয়ে রাখতে হয়, পরিষ্কার রাখতে হয়।
হার্দিক পান্ডিয়ার অন্দরমহল দেখলে চোখ কপালে উঠবে আপনার, দেখুন তারই কিছু অংশ
হার্দিক রান্নাঘরে তাঁর একটি মুহূর্তের ছবি শেয়ার করেছিলেন। মডিউলার এই কিচেনটি আধুনিক ডিজাইনে বানানো হয়েছে। সবরকম ব্যবস্থাই আছে সেখানে। এছাড়া ডাইনিং এরিয়াটিও সুন্দর খুব। সেখানে সবাই মিলে ফ্যামিলি ডিনার বা লাঞ্চ উপভোগ করতে পারেন।