Hardik Pandya: হার্দিক পান্ডিয়ার অন্দরমহল দেখলে চোখ কপালে উঠবে আপনার, দেখুন তারই কিছু অংশ

হার্দিক পান্ডিয়ার অন্দরমহল দেখলে চোখ কপালে উঠবে আপনার, দেখুন তারই কিছু অংশ
হার্দিক পান্ডিয়ার অন্দরমহল দেখলে চোখ কপালে উঠবে আপনার, দেখুন তারই কিছু অংশ

নজরবন্দি ব্যুরোঃ হার্দিক পান্ডিয়ার অন্দরমহল দেখলে চোখ কপালে উঠবে আপনার, ভারতীয় ক্রিকেটারদের মধ্যে একজন অল-রাউন্ডার প্লেয়ার হলেন হার্দিক পান্ডিয়া। তিনি খুবই নিম্ন-মধ্যবিত্ত পরিবার থেকে এসেছেন। ছোট থেকে খুব কষ্ট করেই বড় হয়েছেন হার্দিক। তিনি এবং তাঁর ভাই ক্রুনাল পান্ডিয়া কঠোর পরিশ্রম করে আজ নিজেদের এই জায়গায় এনেছেন। তাই হার্দিকের আজ নাম, খ্যাতি, যশ সবই রয়েছে। ভারতীয় ক্রিকেট দলে যথেষ্ট কদরও তাঁকে করা হয়। বর্তমানে তাঁর ফ্যানদের খুবই প্রিয় হার্দিক।

আরও পড়ুনঃ রেপো রেট বাড়াল RBI, ফের বাড়বে বাড়ি-গাড়ির EMI, মাথায় হাত মধ্যবিত্তের

এখন হার্দিকের (Hardik Pandya) একটি বিশাল বাড়ি আছে। সেই বিশাল বাড়ি তৈরি করার জন্য একসময় হার্দিক যথেষ্ট পরিশ্রম করেছিলেন। তাঁর স্বপ্নের বাড়ি এটি। গুজরাতে ৬০০০ স্কোয়্যার ফিটের ম্যানসন হার্দিক পান্ডিয়া। অনুরাধা আগরওয়াল এই বাড়ি ডিজাইন করেছেন। সুন্দর করে সাজিয়েছেন বাড়িটি। বাড়িটি আধুনিক ধাঁচে হলেও ট্র্যাডিশনাল ছোঁয়াও আছে এই বাড়িতে।

হার্দিক পান্ডিয়ার অন্দরমহল দেখলে চোখ কপালে উঠবে আপনার, দেখুন তারই কিছু অংশ
হার্দিক পান্ডিয়ার অন্দরমহল দেখলে চোখ কপালে উঠবে আপনার, দেখুন তারই কিছু অংশ
হার্দিকের বেডরুম                                                                                                            তাঁর এই ম্যানসনে ৪টি বেডরুম আছে। খুবই সুন্দর প্রত্যেকটি বেডরুম। দেখার মতো। দেখে চোখ ফেরানো যায় না। তাঁর এবং স্ত্রী নতাশার যে বেডরুম রয়েছে, তাও খুবই সুন্দর। সেখানেই তাঁদের ছোট্ট শিশুর জন্যেও যথেষ্ট স্পেস আছে। তাঁদের একসঙ্গে সময় কাটাতেও দেখা যায় সেখানে। নানা মুহূর্তের ছবি শেয়ার করেন তাঁরা। যেমন এই ছবিতেই হার্দিককে দেখা যাচ্ছে তিনি তাঁর ছেলের সঙ্গে মিষ্টি একটি মুহূর্ত কাটাচ্ছেন।হার্দিক পান্ডিয়ার অন্দরমহল দেখলে চোখ কপালে উঠবে আপনার, দেখুন তারই কিছু অংশ
সুন্দর বাগান
হার্দিকের বাড়িতে একটি সুন্দর বাগান আছে। এই বাগানে তিনি এবং তাঁর স্ত্রী নতাশা প্রায়ই অনেক ছবি শেয়ার করেন। সেই ছবিতেই তাঁদের বাগানের ঝলক দেখতে পাওয়া যায়। এইখানে একে অপরের সঙ্গে সুন্দর মুহূর্ত কাটান তাঁরা। এছাড়াও তাঁর স্ত্রীর তাঁর ছেলের সঙ্গে সুন্দর ছবি সোশ্য়াল মিডিয়ায় শেয়ার করেন। পান্ডিয়া পরিবার উইকেন্ডে সুন্দর সময় কাটান এখানেই।
হার্দিক পান্ডিয়ার অন্দরমহল দেখলে চোখ কপালে উঠবে আপনার, দেখুন তারই কিছু অংশ
হার্দিক পান্ডিয়ার অন্দরমহল দেখলে চোখ কপালে উঠবে আপনার, দেখুন তারই কিছু অংশ
হার্দিক পান্ডিয়ার বাড়িতে বসার ঘরটি দেখার মতোই। খুবই সুন্দর। সেখানে তাঁদের ক্রিকেট খেলার বিভিন্ন মুহূর্তের ছিব রয়েছে। সেই বসার ঘরে ট্রফি ও অ্যাওয়ার্ডও সাজিয়ে রাখা আছে। এছাড়াও খুব অল্প জিনিসেই সাজানো হয়েছে ঘর। যেমন পেন্টিং ও কন্টেম্পরারি ডেকরের আইটেম ব্যবহার করা হয়েছে।
এছাড়াও ভাইব্র্যান্ট টেক্সচার সোফা, কাঠের আসবাব সত্যিই অসাধারণ। রঙের বৈচিত্র্যও খুবই সুন্দর। প্রশংসা করারই মতো। আপনি দেখে চোখ ফেরাতে পারবেন না। সেখানে তাঁদের বিভিন্ন অনুষ্ঠানে আনন্দ করতে দেখা যায়।হার্দিক পান্ডিয়ার অন্দরমহল দেখলে চোখ কপালে উঠবে আপনার, দেখুন তারই কিছু অংশ
সেলিব্রেশন                                                                                                                প্রত্যেক বাড়িতেই এরকম একটি জায়গা থাকা খুবই প্রয়োজন। বাড়ি ছোট হলেও একটি অন্তত এরকম স্পেস রাখা দরকার। যেখানে বাড়ির সদস্যরা তাঁদের বিভিন্ন মুহূর্ত উদযাপন করতে পারেন। যেমন হার্দিক পান্ডিয়ার বিভিন্ন ছবিতে এই ঝলক দেখতে পাওয়া যায়। হার্দিক পান্ডিয়াকে তাঁর স্ত্রীর সঙ্গে বিবাহবার্ষিকী উদযাপন করতেও দেখা যায়।
হার্দিক পান্ডিয়ার অন্দরমহল দেখলে চোখ কপালে উঠবে আপনার, দেখুন তারই কিছু অংশ
হার্দিক পান্ডিয়ার অন্দরমহল দেখলে চোখ কপালে উঠবে আপনার, দেখুন তারই কিছু অংশ

আবার একই জায়গায় ক্রিসমাস ট্রি সাজিয়ে সেলিব্রেট করেছিলেন তাঁরা। প্রত্যেক মুহূর্তের ছবিই ধরা পড়েছিল সোশ্য়াল মিডিয়ায়। এই স্পেসের দেওয়ালটি বেশ সুন্দর। প্রশংসা করার মতো।

হার্দিক পান্ডিয়ার রান্নাঘর ও ডাইনিং এরিয়া

এই ক্রিকেটারের একটি ছবিতে তাঁর রান্নাঘরের ঝলকও দেখতে পাওয়া গিয়েছে। আর রান্নাঘরটি সত্যিই সুন্দর, তা আর বলার অপেক্ষা থাকে না। সাধারণত প্রত্যেক বাড়িতেই এই রান্নাঘর পরিষ্কার রাখা নিয়ে চিন্তা থেকে যায়। কিন্তু রান্নাঘর সবসময় সুন্দর করে গুছিয়ে রাখতে হয়, পরিষ্কার রাখতে হয়।

হার্দিক পান্ডিয়ার অন্দরমহল দেখলে চোখ কপালে উঠবে আপনার, দেখুন তারই কিছু অংশ

হার্দিক পান্ডিয়ার অন্দরমহল দেখলে চোখ কপালে উঠবে আপনার, দেখুন তারই কিছু অংশ

হার্দিক রান্নাঘরে তাঁর একটি মুহূর্তের ছবি শেয়ার করেছিলেন। মডিউলার এই কিচেনটি আধুনিক ডিজাইনে বানানো হয়েছে। সবরকম ব্যবস্থাই আছে সেখানে। এছাড়া ডাইনিং এরিয়াটিও সুন্দর খুব। সেখানে সবাই মিলে ফ্যামিলি ডিনার বা লাঞ্চ উপভোগ করতে পারেন।