নজরবন্দি ব্যুরো: ভারত-চিন উত্তেজনার মধ্যে পাক ক্রিকেটারের করা মন্তব্য গোটা ভারতে উত্তেজনা আরও যে বাড়াবে তা আর বলার অপেক্ষা রাখে না। ফের বিতর্কিত মন্তব্য করলেন শহিদ আফ্রিদি। তিনি বলেছেন, পাকিস্তানের কাছে একসময় ক্রমাগত হারের পর দয়া ভিক্ষা করতেন ভারতীয় ক্রিকেটাররা। এর পরে তিনি বলেন দুই দেশের ক্রিকেটীয় যুদ্ধের ক্ষেত্রে পরিসংখ্যানে অনেকটাই এগিয়ে পাকিস্তানই।
এখনও পর্যন্ত দুই দেশের মধ্যে হওয়া ৫৯ টেস্টের ১২টিতে জিতেছে পাকিস্তান। ভারত জিতেছে নয়টিতে। এক দিনের ক্রিকেটে দুই দলের মধ্যে ফারাক অনেক বেশি। পাকিস্তান জিতেছে ৭৩ বার, ভারত জিতেছে ৫৫ বার। একমাত্র টি-টোয়েন্টি ফরম্যাটে এগিয়ে রয়েছে ভারত। দুই দলের মধ্যে হওয়া আটটি ম্যাচের মধ্যে ছয়টিতেই জিতেছে ভারত। আফ্রিদি আরও বলেছেন, “আমরা তো একসময় বহু বার হারিয়েছি ভারতকে। আমরা এত হারিয়েছি ওদের যে, ম্যাচের পর ওরা দয়া ভিক্ষা চাইত।”
বাস্তব হল, ১৯৯৬ সালে আফ্রিদির অভিষেকের সময় থেকে এই ম্যাচে দাপট কমেছে পাকিস্তানের। বর্তমানে ভারতের সামনে অনেক বার হেরেছে পাকিস্তান। আফ্রিদি অবশ্য ভারতীয় ক্রিকেটপ্রেমীদের থেকে পাওয়া ভালবাসার কথা স্বীকার করতে ভোলেন নি। বলেছেন, “ভারতীয় সমর্থকদের থেকে সবচেয়ে বেশি ভালবাসা পাওয়ার কথা বলেছিলাম ২০১৬ সালে। সেই মন্তব্যে এখনও অনড় রয়েছি।”