নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডের আগে ভারতীয় শিবিরে চরম ব্যস্ততা। চোট কাটিয়ে দলে ফিরছেন একাধিক তারকা, আবার ফর্ম ও কম্বিনেশন নিয়ে উঠছে প্রশ্ন। রোহিত–বিরাটকে ঘিরে যেমন প্রত্যাশা তুঙ্গে, তেমনই মিডল অর্ডার ও বোলিং আক্রমণ সাজানো নিয়ে শেষ মুহূর্তের হিসেব কষছেন টিম ম্যানেজমেন্ট।
রবিবারের ম্যাচে সবচেয়ে বড় স্বস্তির খবর—চোট সারিয়ে ফেরা Shubman Gill ও Shreyas Iyer। ফলে ওপেনিং থেকে মিডল অর্ডার—দুটো জায়গাতেই বদলের সম্ভাবনা প্রবল। সেই সঙ্গে হার্দিক পাণ্ডিয়া না থাকায় অলরাউন্ডার বাছাই এবং পেস আক্রমণও বাড়তি গুরুত্ব পাচ্ছে।
ওপেনিংয়ে রোহিত–শুবমান
চোটের জন্য বেশ কিছুদিন দলের বাইরে ছিলেন শুবমান গিল। ফিট হয়ে স্কোয়াডে ফেরায় ওপেনিংয়ে Rohit Sharma-র সঙ্গী হিসেবে তাঁর নাম প্রায় নিশ্চিত। এর ফলে প্রথম একাদশ থেকে বাদ পড়তে পারেন যশস্বী জয়সওয়াল।
তিনে বিরাট, চারে শ্রেয়স
গত দু’টি ওয়ানডে সিরিজে দুরন্ত ছন্দে ছিলেন Virat Kohli। তাই তিন নম্বরেই থাকছেন তিনি। প্রায় আড়াই মাস পরে জাতীয় দলে ফেরা শ্রেয়স আইয়ার মিডল অর্ডার শক্ত করতে চার নম্বরে নামতে পারেন। ঘরোয়া ক্রিকেটে তাঁর সাম্প্রতিক ফর্মও নির্বাচকদের আস্থা বাড়িয়েছে।
নীতীশ না ওয়াশিংটন—পাঁচে লড়াই
পাঁচ নম্বর জায়গা নিয়েই সবচেয়ে বেশি আলোচনা। একদিকে ওয়াশিংটন সুন্দর, অন্যদিকে নীতীশ কুমার রেড্ডি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে ওয়াশিংটনের ব্যাট-বল—দুটোই প্রত্যাশামতো না হওয়ায় নীতীশের পাল্লাই ভারী। হার্দিক না থাকায় পেসার অলরাউন্ডার হিসেবে নীতীশকেই খেলানোর সম্ভাবনা বেশি। ছয়ে থাকবেন KL Rahul, সাতে Ravindra Jadeja।


সিরাজের প্রত্যাবর্তন, বুমরা বিশ্রামে
বিশ্বকাপের কথা মাথায় রেখে Jasprit Bumrah-কে বিশ্রাম দেওয়া হয়েছে। ফলে পেস আক্রমণে ফেরার সম্ভাবনা Mohammed Siraj-এর। তাঁর সঙ্গী হিসেবে অর্শদীপ সিং ও হর্ষিত রানা এগিয়ে। স্পিন বিভাগে বিশেষজ্ঞ হিসেবে Kuldeep Yadav-এর জায়গা কার্যত নিশ্চিত।
ভারতের সম্ভাব্য একাদশ
শুবমান গিল, রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, নীতীশ কুমার রেড্ডি, কেএল রাহুল, রবীন্দ্র জাডেজা, হর্ষিত রানা, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, মহম্মদ সিরাজ









