প্রায় অর্ধেক দলই বদলে ফেলল ভারত, অভিষেক হচ্ছে তিলকের
India changed almost half the team against Bangladesh

নজরবন্দি ব্যুরো: সুপার ফোর রাউন্ডে নিজেদের প্রথম ২টি ম্যাচ জিতে ভারত ইতিমধ্যেই চলতি এশিয়া কাপের ফাইনালের টিকিট নিশ্চিত করেছে। অন্যদিকে বাংলাদেশ সুপার ফোরে নিজেদের প্রথম ২টি ম্যাচেই পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে নিজেদের বিদায় নিশ্চিত করে ফেলেছে।

আরও পড়ুন:শ্রীলঙ্কার বিরুদ্ধে হার মেনে নেওয়া সম্ভব নয়, অধিনায়ক বাবরের অপসারণ চায় পাকিস্তান?

এমন অবস্থায় মনে হতে পারে ভারত বনাম বাংলাদেশ সুপার ফোর রাউন্ডের শেষ ম্যাচটি নিছক নিয়ম রক্ষার হয়ে দাঁড়িয়েছে। তবে বিশ্বকাপের আগে জয়ের ধারাবাহিকতা বজায় রাখা ও রিজার্ভ ক্রিকেটারদের যাচাই করার নিরিখে টিম ইন্ডিয়ার কাছে এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রায় অর্ধেক দলই বদলে ফেলল ভারত, অভিষেক হচ্ছে তিলকের
প্রায় অর্ধেক দলই বদলে ফেলল ভারত, অভিষেক হচ্ছে তিলকের

তাই এবার জীবনের প্রথম ওয়ানডে ম্যাচে অভিষেক হল তিলক বর্মার। এশিয়া কাপে ভারতীয় দলের সবচেয়ে বড় চমক তিলক ভার্মা। ওডিআই ফরম্যাটে এখনও ডেবিউ হয়নি তিলকের। এই ফরম্যাটে একটিও আন্তর্জাতিক ম্যাচ না খেললেও এশিয়া কাপে টিমে ডাক পেয়েছেন।

Asia Cup 23: প্রায় অর্ধেক দলই বদলে ফেলল ভারত, অভিষেক হচ্ছে তিলকের

হায়দরাবাদের বাঁ হাতি ব্যাটার নিজেকে এশিয়া কাপ টিমে দেখে চমকে গিয়েছেন। দেশের এই তরুণ ব্যাটিং সেনসেশন এশিয়া কাপে সুযোগ পাওয়ার পর প্রতিক্রিয়া দিয়েছেন। তিলক জানিয়েছেন,

তিনি কোনওদিনও স্বপ্নেও ভাবেননি যে সরাসরি এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্টে ওডিআই অভিষেক হবে তাঁর। আন্তর্জাতিক কেরিয়ারের সূচনাতেই নজর কেড়েছেন তিলক। আন্তর্জাতিক কেরিয়ার শুরুর মাত্র কয়েকদিনের মধ্যে এশিয়া কাপ টিমে ডাক পাওয়া তিলকের কাছে স্বপ্নের সমান।

প্রায় অর্ধেক দলই বদলে ফেলল ভারত, অভিষেক হচ্ছে তিলকের

Asia Cup 23: প্রায় অর্ধেক দলই বদলে ফেলল ভারত, অভিষেক হচ্ছে তিলকের

উল্লেখ্য, বাংলাদেশের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশে পাঁচ বদল। বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়া হয়েছে। দলে নেই লোকেশ রাহুলও। বিশ্রাম দেওয়া হয়েছে যশপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজকেও।