টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে ভারত–বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে ফের চরম টানাপোড়েন। মাঠের লড়াই শুরুর আগেই প্রশাসনিক সংঘাত এমন জায়গায় পৌঁছেছে যে, আন্তর্জাতিক ক্রিকেটের শীর্ষ সংস্থা ICC-র প্রধান নির্বাহী কর্মকর্তাকেই নাকি ভিসা দিতে রাজি হয়নি বাংলাদেশ—এই দাবিতে এখন উত্তাল ক্রিকেট মহল। যদিও এখনও পর্যন্ত কোনও পক্ষই আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি, তবু গুঞ্জন থামছে না।
ঘটনার সূত্রপাত ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা BCCI-এর এক সিদ্ধান্তকে ঘিরে। বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজ়ুর রহমান-কে IPL-এর ২০২৬ মরশুমে না রাখার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই দুই দেশের বোর্ডের সম্পর্ক আরও তিক্ত হয়েছে বলে দাবি। এই আবহেই বাংলাদেশ সরকার ও BCB ভারতের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে বলে অভিযোগ উঠছে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া দাবিতে বলা হচ্ছে, এই প্রতিশোধের মনোভাব থেকেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ICC প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জোগ গুপ্ত-কে ভিসা দেওয়া হয়নি। অভিযোগের কেন্দ্রে তাঁর ভারতীয় নাগরিকত্ব। অনলাইন পোস্ট অনুযায়ী, ICC একটি প্রতিনিধি দল পাঠাতে চাইলে বাংলাদেশের তরফে CEO-র ভিসা আবেদন নাকচ করা হয়। যদিও এই দাবির সত্যতা এখনও যাচাই হয়নি।
উল্লেখ্য, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর ধারাবাহিক নির্যাতনের অভিযোগের প্রেক্ষিতে BCCI মুস্তাফিজ়ুরকে IPL থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছিল বলে শোনা যায়। এরপরই নাকি বাংলাদেশ সরকার ও বোর্ড পাল্টা চাপ তৈরি করতে শুরু করে। তারই জেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজেদের দল ভারতে পাঠানো নিয়েও অনীহা দেখাচ্ছে BCB—এমন অভিযোগও উঠেছে।
এই পরিস্থিতি সামাল দিতে ICC গত কয়েক দিন ধরেই বাংলাদেশ বোর্ডের সঙ্গে একাধিক অনলাইন বৈঠক করেছে। সূত্রের খবর, পরিস্থিতি জটিল হওয়ায় শেষ পর্যন্ত সরাসরি ঢাকা গিয়ে আলোচনায় বসার সিদ্ধান্ত নেয় সংস্থাটি। তবে ঠিক সেই সময়েই ভিসা সংক্রান্ত এই বিস্ফোরক দাবি সামনে আসে, যা নতুন করে প্রশ্ন তুলেছে দুই দেশের ক্রিকেট কূটনীতি নিয়ে।


ICC-র সঙ্গে BCB-র বৈঠকে মূলত ভেন্যু পরিবর্তন নয়, বরং পূর্বনির্ধারিত সূচি মেনেই বিশ্বকাপ আয়োজনের বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার কথা। ICC নাকি ভারতের কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও সমস্ত লজিস্টিক সহায়তার পূর্ণ আশ্বাস দিতে চাইছে, যাতে বাংলাদেশ দল নির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচ খেলতে রাজি হয়। আপাতত ICC, বাংলাদেশ সরকার বা BCB—কারও তরফেই এই ভিসা-জট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। ফলে গুঞ্জন আর বাস্তবের মাঝখানেই দাঁড়িয়ে রয়েছে গোটা বিতর্ক।









