নজরবন্দি ব্যুরোঃ নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের তদন্তের গতিপ্রকৃতি নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার একই মন্তব্য করতে দেখা গেল তাঁকে। তাঁর কথায়, সিবিআই বোগাস! এ বার দেখছি আমাকেই তদন্ত করতে হবে। আমিই তদন্ত করে প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট পাঠাব। সাফ মন্তব্য করে বসলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুনঃ Calcutta High Court: সিবিআইয়ের প্রত্যেক অফিসারের সম্পত্তির হলফনামা চাই, নির্দেশ বিচারপতির
সম্প্রতি সিবিআইয়ের তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি। এমনকি সিবিআইয়ের সিটে বিরাট বদল এনেছিলেন। এক সিবিআই অফিসারকে সরিয়ে দিয়ে কড়া পদক্ষেপ নিতে দেখা গেছে তাঁকে। এমঙ্কি নিয়োগ দুর্নীতির তদন্তভার ইংল্যনাডের এমআই ফাইভের হাতে তুলে দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি। এখন আবার তিনি জানালেন নিজেই তদন্ত করবেন। বিচারপতির এই মন্তব্য ঘিরে তোলপাড় শুরু হয়েছে।

ভূমিকা নিয়ে মোটেই সন্তুষ্ট নন বিচারপতি, তাতে এদিন স্পষ্ট করলেন তাঁর পদক্ষেপে। যেখানে তদন্তকারী অফিসারদের সম্পত্তির হলফনামা চেয়ে বসলেন বিচারপতি। পাশাপাশি তদন্তকারী সংস্থার বিরুদ্ধে কার্যত হুঁশিয়ারি দিয়েই বলেন, সিবিআই কল্পনাও করতে পারবে না তাঁদের সামনে কতটা খারাপ দিন আসতে চলেছে। এদিন শুধুমাত্র সিবিআই তদন্তকারী অফিসারদের নয়, সিট থেকে সদ্য পরিবর্তিত সোমনাথ বিশ্বাসের হলফনামা চেয়েছেন বিচারপতি।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথায়, সারা পশ্চিমবঙ্গের লোক তাকিয়ে রয়েছে কী হবে। আপনারা ইয়ার্কি মারছেন? সোমনাথ বিশ্বাসের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের প্রয়োজন রয়েছে বলে মত বিচারপতি। এমনকি সিবিআইয়ের পরিবর্তে ইংল্যান্ডের এমআই ফাইভের ওপর ভরসা করতে হবে।
এ বার দেখছি আমাকেই তদন্ত করতে হবে, ক্ষুব্ধ বিচারপতির মন্তব্য ঘিরে চাঞ্চল্য

যদিও সিবিআইয়ের তদন্ত নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য নতুন কিছু নয়। কিন্তু যেভাবে একাধিকবার সিবিআইয়ের ভূমিকা নিয়ে বিচারপতি প্রশ্ন তুলছেন, তাতে আশঙ্কা প্রকাশ করছে ওয়াকিবহাল মহল।