নজরবন্দি ব্যুরো: কয়েকদিন আগেই মাধ্যমিকের ফলপ্রকাশ হয়েছে। এবার পালা উচ্চমাধ্যমিকের। রাত পোহালেই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ভাগ্য নির্ধারণ। কীভাবে রেজাল্ট দেখবে তা নিয়ে কৌতূহলী অনেক পরীক্ষার্থী। বাড়িতে বসেই কীভাবে পরীক্ষার্থীরা কীভাবে নিজেদের পরীক্ষার ফলাফল দেখতে পারবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হল এই প্রতিবেদনে। দেখে নিন একনজরে-
আরও পড়ুন: উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ কবে? তারিখ জানিয়ে টুইট শিক্ষামন্ত্রীর
২৪ মে অর্থাৎ বুধবার উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হবে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এই দিন ঘোষণা করেছে। দুপুর ১২ টা নাগাদ সাংবাদিক বৈঠকে ফল ঘোষণা করবে সংসদ। সংসদের অফিশিয়াল ওয়েবসাইটে রেজাল্ট দেখানো হবে। ওই দিনেই নিজেদের প্রাপ্ত নম্বর দেখতে পাবে পরীক্ষার্থীরা। তবে আগামী ৩১ মে স্কুল থেকে মার্কশিট দেওয়া হবে।
অনলাইনে রেজাল্ট দেখার জন্য একাধিক ওয়েবসাইটের ঘোষণা করেছে সংসদ। http://www.wbchse.wb.gov.in, http://www.wbresults.nic.in, http://www.results.shiksha- এগুলিতে ফলাফল দেখা যাবে। প্রথমে ওয়েবসাইটটি খুলে West Bengal Higher Secondary Examination Result 2023-এ ক্লিক করতে হবে। এরপর পেজ খুললে রোল নম্বর সহ প্রয়োজনীয় তথ্য লিখে সাবমিট অপশনে ক্লিক করলেই মার্কশিট দেখা যাবে। ওয়েবসাইট থেকেই রেজাল্ট ডাউনলোড করা যাবে। এছাড়া, এসএমএস ও মোবাইল অ্যাপের মাধ্যমেও ফলাফল জানা যাবে।

মোবাইলের রাইট মেসেজ অপশনে গিয়ে WB12 লিখতে হবে। এরপর স্পেস দিয়ে রোল নম্বর লিখে ৫৬৭৬৭৫০ বা ৫৮৮৮৮ নম্বরে পাঠাতে হবে। গুগল প্লে স্টোর থেকে http://www.results.shiksha থেকে West Bengal HS Result 2023 ডাউনলোড করে অ্যাপ খুলে নিয়ে WBCHSE 12th Result 2023 উইন্ডো আসবে। রেজিস্ট্রেশন নম্বর সহ প্রয়োজনীয় তথ্য লিখে সাবমিট করলে রেজাল্ট জানা যাবে। এখান থেকে মার্কশিটের স্ক্রিনশট নিতে পারবে পরীক্ষার্থীরা।
আগামীকাল উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ, কোথায় দেখা যাবে রেজাল্ট?

সংসদের তরফে আগেই জানা গিয়েছিল, এবছর পরীক্ষার্থীদের সংখ্যা অন্যান্য বছরের তুলনায় কম হওয়ায় ফলপ্রকাশ দ্রুত করা হবে। জুনের পরিবর্তে চলতি মাসের মধ্যেই উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ করতে চায় সংসদ। সেইমত প্রস্তুতিও জোরদার চলছিল। অন্যদিকে এবার কেন্দ্রীয়ভাবে অনলাইনে কলেজে ভর্তির প্রক্রিয়া চলবে তাই তাড়াতাড়ি ফলপ্রকাশ হলে পড়ুয়াদেরও সুবিধা হবে বলেই ধারণা সংসদের।