নজরবন্দি ব্যুরো: কলকাতায় কবে থেকে পড়বে ঠাণ্ডার আমেজ? কবে থেকে স্বাভাবিকের নীচে নামবে তাপমাত্রা? জেলাগুলিতে শীতের আমেজ বোঝা গেলেও শহরে তার প্রভাব পড়তে দেখা যায়নি। আর যার দরুন কলকাতাবাসীদের মাথায় একটাই প্রশ্ন ঘুরছিল! কবে থেকে শীত? এপ্রসঙ্গে অবশেষে বড়সড় আপডেট দিল হাওয়া অফিস। জানা গিয়েছে, শীঘ্রই কলকাতায় শীতের আমেজ লক্ষ্য করা যাবে।
আরও পড়ুন: হাইকোর্টে ফিরল SSC-র সব মামলা, আগামী দু’মাসের মধ্যে শেষ করতে হবে তদন্ত, নির্দেশ শীর্ষ আদালতের
আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, কালীপুজো থেকেই বঙ্গে শীতের আমেজ লক্ষ্য করা যাবে কলকাতায়। ভাইফোঁটাতেও একইরকমের আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। এরপর থেকে কলকাতায় পরিষ্কার আকাশ এবং হালকা শীতের আমেজ বিরাজ করবে। এছাড়াও কলকাতার ভাইফোঁটা পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২০ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

ইতিমধ্যেই উত্তুরে হাওয়ার পাশাপাশি বইছে উত্তর-পশ্চিমের হাওয়া। এছাড়াও আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। শুধু তাই নয়, হাওয়া অফিস জানিয়েছে যে, আগামী ২৪ ঘণ্টায় বেশ কিছুটা পারদ নামবে। অর্থাৎ আগামী কাল থেকেই শীতের আমেজ অনুভব করবেন রাজ্যবাসীরা। শহরে একধাক্কায় দুই ডিগ্রি তাপমাত্রা নেমে যাবে। অর্থাৎ কলকাতায় ২০-২১ ডিগ্রিতে আর জেলাগুলিতে ১৭-১৮ ডিগ্রিতে নেমে যাবে তাপমাত্রা।
কালীপুজো-ভাইফোঁটাতে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন লেটেস্ট আপডেট…
অন্যদিকে, তামিলনাড়ু সংলগ্ন উপকূলে ইতিমধ্যেই শক্তি বাড়াচ্ছে ঘূর্ণাবর্ত। জানা গিয়েছে, পূর্ব-মধ্য আরব সাগরে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। যদিও এই নিম্নচাপ থেকে বাংলায় কোনও প্রভাব পড়ার আশঙ্কা নেই। তাছাড়াও একটি ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থান ও সংলগ্ন এলাকায় এবং উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব রয়েছে।