হাইকোর্টে ফিরল SSC-র সব মামলা, আগামী দু’মাসের মধ্যে শেষ করতে হবে তদন্ত, নির্দেশ শীর্ষ আদালতের
SC sends back all the ssc related case to HC

নজরবন্দি ব্যুরো: এবার থেকে শীর্ষ আদালতের বিচারাধীন থাকা এসএসসি নিয়োগ সংক্রান্ত সমস্ত মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে। অর্থাৎ কলকাতা আদালতে ফিরল এসএসসির সমস্ত মামলা। শুধু তাই নয়, এবার এই এসএসসি নিয়োগ সংক্রান্ত সমস্ত মামলার সময়সীমাও বেঁধে দিল শীর্ষ আদালত। এপ্রসঙ্গে সুপ্রিম কোর্ট নয়া নির্দেশ দিয়ে জানাল, আগামী ২ মাসের মধ্যেই শুনানি শেষ করতে হবে।

আরও পড়ুন: কীভাবে সংবাদমাধ্যমে ফাঁস হল এথিক্স কমিটির রিপোর্ট? স্পিকারকে চিঠি মহুয়ার

সম্প্রতি মামলাকারীরা অভিযোগ জানিয়েছিলেন যে, এসএসসির সমস্ত মামলার শুনানিতে ক্রমাগত দেরি হচ্ছে। তাই এই পরিস্থিতিতে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যও সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেঞ্চকে অনুরোধ জানিয়েছিলেন যে, শুনানি যেন আর না পিছোনো হয়। এরপরেই বৃহস্পতিবার শীর্ষ আদালতে শুনানি চলাকালীন কোর্টের দুই বিচারপতির বেঞ্চ সিদ্ধান্ত নেয় মামলাগুলি হাই কোর্টে ফোরানোর। শুধু তাই নয়, আগামী ২ মাসের মধ্যেই তদন্ত শেষ করতে হবে বলে সিবিআইকে নির্দেশ দেন সুপ্রিম কোর্ট।

হাইকোর্টে ফিরল SSC-র সব মামলা, নির্দেশ শীর্ষ আদালতের
হাইকোর্টে ফিরল SSC-র সব মামলা, নির্দেশ শীর্ষ আদালতের

জানা যাচ্ছে, শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে অনেকগুলি মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে। এর মধ্যে নিয়োগে অনিয়মের পাশাপাশি ওএমআর শিট প্রকাশ-সহ নানা বিষয়ে মামলা করা হয়েছে। শুধু তাই নয়, এর পাশাপাশি এর আগে কলকাতা হাই কোর্ট যে চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল, তাতেও স্থগিতাদেশ দেয় শীর্ষ আদালত। কিন্তু তারপর থেকেই প্রতিবারই নতুন নতুন তারিখে শুনানি পিছিয়ে যেতে থাকে।

হাইকোর্টে ফিরল SSC-র সব মামলা, নির্দেশ শীর্ষ আদালতের

হাইকোর্টে ফিরল SSC-র সব মামলা, নির্দেশ শীর্ষ আদালতের

অবশেষে আজ, বৃহস্পতিবার এসএসসির মামলার শুনানি সুপ্রিম কোর্টে উঠলে বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চে সেটিকে হাইকোর্টে ফিরিয়ে দেয়। শীর্ষ আদালত জানায় যে, এই মামলা যাবে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের কাছে। পাশাপাশি হাই কোর্টের প্রধান বিচারপতির বিশেষ ডিভিশন বেঞ্চ গঠন করবেন। ওই বেঞ্চই মামলাগুলির শুনানি করবে। এমনকি চাকরি থেকে শুরু করে বরখাস্ত, নতুন চাকরির সুপারিশ সমস্তটাই সিদ্ধান্ত নেবে ডিভিশন বেঞ্চ

হাইকোর্টে ফিরল SSC-র সব মামলা, নির্দেশ শীর্ষ আদালতের