নজরবন্দি ব্যুরোঃ আজ ১০ই নভেম্বর, ২০২৩, শুক্রবার। আজ ধনতেরাস উৎসব। আর এবারের ধনতেরাসের দিনে লাভবান হতে চলেছে মেসসহ আর পাঁচ রাশি। আজ পাঁচ রাশির জন্য দিনটি খুবই শুভ। চলুন দেখে নেওয়া যাক এই পাঁচ রাশির মধ্যে কি আপনার রাশিও রয়েছে? চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রাশিফলে কি অপেক্ষা করছে আপনাদের জন্য।
আরও পড়ুনঃ সোমে সুখবর নাকি সঙ্কট! কি আছে আপনার ভাগ্যে? জানুন রাশিফল
মেষ: আজ ধনতেরাসের দিনে মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য দিনটি ভীষণ শুভ হতে চলেছে। আজ আপনার লক্ষ্মী লাভের সম্ভাবনা রয়েছে। আজ মেষ রাশির জাতক-জাতিকারা অর্থে ফুলে ফেঁপে যাবেন। প্রচুর পরিমাণে অর্থপ্রাপ্তি হবে। আজকে এই রাশি জাতক-জাতিকাদের সংসারে শান্তি বজায় থাকবে।
বৃষ: বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ভীষণভাবে ভালো। আজকের দিনটিতে আপনারও বেশ কিছু পরিমাণ অর্থলাভের সম্ভাবনা রয়েছে। তবে প্রচুর পরিমাণে অর্থ প্রাপ্তি আজকে আপনার ঘটবে না। আজ সারাদিন আপনার দিনটি মোটামুটি ভালোই যাবে। বিকেলের দিকে বাড়ির ছোটদের সাথে কোথাও ভ্রমণে বের হতে পারেন।
মিথুন: আজকে মিথুন রাশির জাতক-জাতিকাদের ভ্রমণের সুযোগ আসবে। তবে ধনতেরাসের দিনে বিশেষ কিছু চমক লক্ষ্য করা যাবেনা। আর পাঁচটা সাধারন দিনের মতোই এই রাশি জাতক-জাতিকাদের কাটতে পারে।
কর্কট: ধনতেরাসের দিন ভাগ্য প্রসন্ন হবে কর্কট রাশি জাতক জাতিকাদের ও। আপনি জমি সংক্রান্ত কোনো সুখবর পেতে পারেন। আজ প্রিয়জনের সাথে দূরে কোথাও লং ড্রাইভে যেতে পারেন। পাশাপাশি দামী রেস্টুরেন্টে আজ খেতেও যেতে পারেন। সোনা কেনার সম্ভাবনা রয়েছে আজকে।
সিংহ: সিংহ রাশির জাতক জাতিকারা আজকে তাদের প্রিয়জনের থেকে সোনা উপহার পেতে পারেন। দিনটিতে আপনার মন বেশ খুশ মেজাজে থাকবে। বাবা মায়ের সাথে আজকে বেশ অনেকদিন পর অনেকটা সময় কাটাবেন।
কন্যা:কন্যা রাশি জাতক জাতিকারা আজকে নিজের প্রিয়জনকে হারাতে পারেন। ধনতেরাসের দিনটি আজকের আপনার খুব একটা মঙ্গলদায়ক হবেনা। আজকে সারাদিন সংসারে অশান্তি বিবাদ লেগেই থাকবে।
তুলা: জাতক-জাতিকাদের জন্য আজকের দিনটি বেশ ভালো। আজকে বেশ অনেক পরিমাণে সোনা এবং অন্যান্য ধাতু কিনবেন। আজকে অনেকদিন পর প্রিয় বন্ধুর সাথে ঘুরতে যেতে পারেন। কর্মক্ষেত্রে আজকে পদোন্নতি সম্ভাবনা রয়েছে।
বৃশ্চিক: এই রাশিরজাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ভালো-মন্দ মিশিয়ে যাবে। ব্যবসায়ীদের আজকের প্রচুর পরিমাণে মুনাফা লাভের সম্ভাবনা রয়েছে। জাতক জাতিকাদেরও আজকে সোনা বা অন্যান্য ধাতু কেনা সম্ভাবনা রয়েছে।
ধনু: আজকে ভাগ্য প্রসন্ন হবে ধনু রাশির জাতক-জাতিকাদের। প্রিয়জনের সাথে ভুল বোঝাবুঝি মিটে যাবে। উচ্চশিক্ষায় আজকে সুখবর আসতে পারে। সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের আজকে দারুন খবর আসবে।

মকর: এই রাশির জাতক-জাতিকাদের জন্যও আজকের দিনটি মন্দ নয়। আজকে আপনারও অর্থা লাভের সম্ভাবনা রয়েছে। বাড়ির বড়দের থেকে আজকে সোনা উপহার পেতে পারেন। চাকরিজীবীদের কর্ম ক্ষেত্রে ভুল-বোঝাবুঝি মিটে যাবে।
কুম্ভ: কুম্ভ রাশি জাতক জাতিকারা আজকে সারাদিন শারীরিক কষ্টে ভুগতে পারেন। আজকেই বিকেলের দিকে কোন ভয়াবহ দুঃসংবাদ আসতে পারে। রাস্তায় বেরোলে একটু সাবধানে চলাফেরা করবেন।

ধনতেরাসে ভাগ্য সোনায় মুড়বে এই পাঁচ রাশির, দেখুন আপনার আজকের রাশিফল
মীন: মীন রাশির জাতক-জাতিকাদের ও আজকের দিনটি মোটামুটি কাটবে। ভালো-মন্দ মিশিয়েই আজকে আপনি থাকবেন। বাড়ির বড়দের সাথে কিছুটা কথা কাটাকাটি হতে পারে। রাতের দিকে কর্মক্ষেত্র জনিত কিছু সুখবর আসবে।
