নজরবন্দি ব্যুরো: আজ ধনতেরাস। আর আজকের দিনে সোনা কেনা অনেকেই শুভ মনে করেন। তবে বেশ কয়েকদিন ধরে বাজারের যা অবস্থা তাতে সোনায় হাত দিলেই যেন ছ্যাঁকা লাগছিল। যার দরুন অনেকেই ভেবেছিলেন যে, ধনতেরাসে সোনা কিনতে পারবেন কি না? কিন্তু সেই চিন্তা কমিয়ে ইতিমধ্যেই কমেছে হলুদ ধাতুর দাম।
আরও পড়ুন: ওই সংস্থাগুলির মাধ্যমের কালো টাকা সাদা করা হত, জেরার স্বীকার বালুর মেয়ের
তবে আজ ধনতেরাসের দিনে কতটা বাড়ল না কমল হলুদ ধাতুর দাম? উৎসবের মরশুমে সোনার গহনা কেনার আগে জেনে নিন আজকে হলুদ ধাতুর লেটেস্ট দাম… ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের রিপোর্ট অনুযায়ী, বুধবার সন্ধেবেলা ২৪ ক্যারেট খাঁটি সোনার দাম ছিল ৬০৫৪০ টাকা। এরপরে তা কমে ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ৬০১১৭ টাকায়।

জানা যাচ্ছে, আজ কলকাতায় এক গ্রাম সোনার দাম ৫ হাজার ৮৩৫ টাকা। এছাড়াও ২২ ক্যারেট ১০ গ্রাম হলমার্ক সোনার দাম- ৫৮৩৫০ টাকা। অন্যদিকে, ২৪ ক্যারেট ১ গ্রাম পাকা সোনার দাম ৬১১০ টাকা। ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৬১১০০ টাকা। ২৪ ক্যারেট খুচরো ১ গ্রাম পাকা সোনার দাম ৬১৪০ টাকা। ২৪ ক্যারেট খুচরো ১০ গ্রাম পাকা সোনার দাম ৬১৪০০ টাকা।
ধনতেরাসে সোনার গহনা কেনার প্ল্যান, আজ কতটা বাড়ল হলুদ ধাতুর দাম?
প্রসঙ্গত, উৎসবের মরশুমে সোনার গয়নার চাহিদা বেড়েই চলছে। ৭ শতাংশ বেড়ে ১৪৬.২ টন থেকে ১৫৫.৭ টন হয়েছে। সোনার বার এবং মুদ্রার চাহিদা বেড়েছে ২০ শতাংশ। যদিওবা কেন্দ্রীয় সরকার ঘোষিত ছুটি ছাড়াও, শনি ও রবিবার ibja দ্বারা রেট প্রকাশ করা হয় না। ২২ ক্যারেট এবং ১৮ ক্যারেট সোনার গয়নার খুচরা রেট জানতে, আপনি আপনি 8955664433 নম্বরে মিসড কল দিতে পারেন।