Calcutta High Court: নিয়োগে বেনিয়মের অভিযোগ, চাকরি বাতিল করল হাইকোর্ট

শিক্ষাগত যোগ্যতা ছাড়াই নিয়োগ, কমিশনের কাছে রিপোর্ট তলব করল হাই কোর্ট
শিক্ষাগত যোগ্যতা ছাড়াই নিয়োগ, কমিশনের কাছে রিপোর্ট তলব করল হাই কোর্ট

নজরবন্দি ব্যুরোঃ ফের স্কুল সার্ভিস কমিশনের নিয়োগে বেনিয়মের অভিযোগ উঠল নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগে। নিয়োগে বেনিয়মের অভিযোগ উঠতেই চাকরি বাতিল করল কলকাতা হাইকোর্ট। চাকরি হারানো ব্যক্তির নাম সিদ্দিক গাজি। মন্ত্রীকন্যা পরেশ অধিকারীর মৃত্যুর পর একজনের চাকরি বাতিল করল কলকাতা হাইকোর্ট।

আরও পড়ুনঃ Weather: ভ্যাপসা গরম থেকে স্বস্তি কবে! কি জানালো হাওয়া অফিস

সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে চলে মামলার শুনানি। মামলাকারী অনুপ গুপ্তর অভিযোগ, মেধাতালিকায় ২৭৫ নম্বরে থাকা সিদ্দিক গাজি অঙ্কের শিক্ষক হিসাবে নিযুক্ত হয়েছেন। অথচ ২০০ নম্বরে নাম থাকলেও অনুপের নিয়োগ হয়নি।

নিয়োগে বেনিয়মের অভিযোগ, বাতিল হল চাকরি 

এদিন বিচারপতি রাজশেখর মান্থা নির্দেশ দেন, বেআইনি ভাবে নিয়োগ করার জন্য ওই শিক্ষকের চাকরি বাতিল করতে হবে মধ্যশিক্ষা পর্ষদকে। বুধবার ফের এই মামলার শুনানি রয়েছে।

নিয়োগে বেনিয়মের অভিযোগ, বাতিল হল চাকরি 

নিয়োগে বেনিয়মের অভিযোগ, বাতিল হল চাকরি 

উল্লেখ্য, এর আগে স্কুল সার্ভিস কমিশনের একাধিক মামলার শুনানি চলছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে। নিয়োগে বেনিয়মের অভিযোগে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি গেছে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর। সম্প্রতি এই সংক্রান্ত মামলার শুনানি রাজশেখর মান্থার বেঞ্চে স্থানান্তরিত করা হয়েছে। সোমবার অঙ্কিতার পর আরও একজনের চাকরি বাতিল করল কলকাতা হাইকোর্ট।