নজরবন্দি ব্যুরোঃ সবেমাত্র বাংলার রাজ্যপাল পদে শপথ নিয়েছেন ডঃ সিভি আনন্দ বোস। এরই মধ্যে তাঁর কাছে রাজ্যের শাসক দলের কাছে অভিযোগ জমা পড়েছে ভুরি ভুরি। তারপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ সারলেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে নয়া রাজ্যপালের সাক্ষাৎ নিয়ে রাজনৈতিক মহলে শুরু চাপানুতোর।
সূত্রের খবর, শনিবার সকালে কলকাতা থেকে দিল্লি উপস্থিত হন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখান থেকে সোজা চলে যান ৭, লোক কল্যাণ মার্গে। সেখানে বেশ কিছু সময় ধরে দুই জনের কথা হয়। তবে এদিনের সাক্ষাতে কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তা এখনও জানা যায়নি। যদিও রাজনৈতিক মহলের ধারণা, রাজ্যপাল পদে নির্বাচিত হওয়ার পর নিয়মমাফিক সৌজন্য সাক্ষাৎ সেরেছেন তিনি।

গত ২৩ নভেম্বর রাজ্যপাল পদে শপথ নিয়েছেন সিভি আনন্দ বোস। তাঁর শপথ গ্রহণের অনুষ্ঠানে দলবদলু বিধায়কদের সঙ্গে বসতে রাজি হননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখান থেকেই দুই বিবাদের আন্দাজ করতে পেরেছিলেন তিনি। পরে অবশ্য রাজ্যপালের সঙ্গে আলাদ করে দেখা করেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা। এরই মধ্যে রাজ্যপালের কাছে ঝালদা পুরসভায় কাউন্সিলরদের ওপর হামলার অভিযোগ জানান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। গত ২৫ তারিখে দেখা করার কথা ছিল বহরমপুরের সাংসদের। পরে তারিখ পরিবর্তন করা হয়।
প্রধানমন্ত্রীর সঙ্গে নয়া রাজ্যপালের সাক্ষাৎ, আলোচনা কী নিয়ে?

রাজ্যপাল পদে জগদীপ ধনকড় থাকাকালীন রাজ্যের শাসক দলের বিরুদ্ধে ক্রমাগত তোপ দাগতে এখা গিয়েছিল তাঁকে। রাজ্য বনাম রাজ্যপালের পর্ব বঙ্গ রাজনীতির শিরোনামে জায়গা করে নিয়েছিল। পরবর্তীতে অস্থায়ী রাজ্যপাল পদে আসেন লা গণেশন। যা বিরোধী দল বিজেপির একেবারেই না পসন্দ। এখন একজন দুঁদে আইএএস অফিসার সিভি আনন্দ বোসকে রাজ্যপাল পদে নির্বাচিত করা হয়েছে। ঠিক তার পরেই এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।