মকর সংক্রান্তির আগে সোনার দাম কোথায় দাঁড়ালো? জানুন আজ দর কত হলুদ ধাতুর?
Where did the price of gold stand before Makar Sankranti? Find out today's price of yellow metal?

নজরবন্দি ব্যুরোঃ রাত পোহালেই মকর সংক্রান্তি, তার আগে সোনার দাম কোথায় দাঁড়ালো? কি বলছে ব্যাবসায়ীরা? নতুন বছরে প্রথম থেকেই ঊর্ধ্বমুখী সোনার দাম (Gold Price Today)। এই ভরা বিয়ের মরশুমে চড়চড়িয়ে বাড়ল সোনার দাম, এদিকে সামনেই রয়েছে একগুচ্ছ বিয়ে। আর তার আগে এই দামবৃদ্ধিতে কিছুটা চিন্তিত ক্রেতা-বিক্রেতারা।

আরও পড়ুনঃ একদিকে ঘন কুয়াশা অন্যদিকে উধাও শীত, তারমধ্যেই সাগরমেলার ভিড় চমকে দিল বিশ্ববাসীকে

এই দামবৃদ্ধি থেকে যেন ক্রেতাদের রেহাই নেই। শনিবার ফের দাম বাড়ল সোনার দাম। এ দিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ৪০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ৪৪০ টাকা। সোনার পাশাপাশি শনিবার বাড়ল রুপোর দামও (Silver Price Today)।

মকর সংক্রান্তির আগে সোনার দাম কোথায় দাঁড়ালো? জানুন আজ দর কত হলুদ ধাতুর?
মকর সংক্রান্তির আগে সোনার দাম কোথায় দাঁড়ালো? জানুন আজ দর কত হলুদ ধাতুর?

শনিবার সকাল ১০ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :

  • ২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৫,২০০ টাকা
  • ২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৪১,৬০০ টাকা
  • ২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৫২,০০০ টাকা
  • ২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৫,২০,০০০ টাকা
  • ২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,৬৭৩ টাকা
  • ২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪৫,৩৮৪ টাকা
  • ২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫৬,৭৩০ টাকা
  • ২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,৬৭,৩০০ টাকা
  • ১ কেজি রুপোর বাটের দাম : ৭২,৭৫০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম :

বিয়ের মরশুমে এই ভাবে সোনার দাম বাড়ায় কিছুটা চিন্তিত ক্রেতারা। গত তিনদিনে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ৭০০ টাকা। এ দিন সর্বকালীন রেকর্ড ভেঙেছে সোনার দাম।

বিশ্ব বাজারে ঊর্ধ্বমুখী রয়েছে সোনার দাম। সেই কারণে দেশীয় বাজারেও চড়ছে সোনার দর। এ দিন বিশ্ব বাজারে ১ ট্রয় আউন্স সোনার দাম রয়েছে ১,৯২০.৪৪ মার্কিন ডলার। শনিবার বেড়েছে রুপোর দামও। তবে এক বছরে কমই রুপোর দর কমই রয়েছে।

মকর সংক্রান্তির আগে সোনার দাম কোথায় দাঁড়ালো? জানুন আজ দর কত হলুদ ধাতুর?

মকর সংক্রান্তির আগে সোনার দাম কোথায় দাঁড়ালো? জানুন আজ দর কত হলুদ ধাতুর?
মকর সংক্রান্তির আগে সোনার দাম কোথায় দাঁড়ালো? জানুন আজ দর কত হলুদ ধাতুর?

সোনার শেয়ার বাজারের দাম :
শনিবার প্রতিবেদনটি লেখার সময় দাম কমেছে টাইটান কোম্পানির শেয়ারের। এদিন এই সংস্থার শেয়ারের দাম হয়েছে ২,৪১৭.৬৫ টাকা। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম বেড়ে হয়েছে ১২৩.১০ টাকা। শনিবার দাম কমেছে পিসি জুয়েলারের শেয়ারের। এই সংস্থার শেয়ারের দাম কমে হয়েছে ৮০.৮৫ টাকা।